চলতি বিজয় হাজারে ট্রফিতে জয়ে ফিরল বাংলা। পরপর দু'ম্যাচে পুদুচেরি ও তামিলনাড়ুর কাছে পরাজিত হওয়া বাংলা বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শক্তিশালী মুম্বইকে ভিজেডি নিয়মে হারিয়ে দেয় ৬৭ রানের ব্যবধানে। উল্লেখ্য, বরোদার বিরুদ্ধে জয় দিয়ে বিজয় হাজারে অভিযান শুরু করেছিল সুদীপ চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলা দল।
এলিট গ্রুপ-বি'তে নিজেদের চতুর্থ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলা। তারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৩১৮ রান তোলে। কামব্যাকে অনুষ্টুপ মজুমদার ১১০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ১২২ বলের ইনিংসে তিনি ১৪টি চার মারেন। নিজের জন্মদিনে শাহবাজ আহমেদ করেন ৯৭ বলে ১০৬ রান। তিনি ৮টি চার ও ৪টি ছক্কা মারেন।
এছাড়া অভিষেক দাস ৩৮ ও ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৩৩ রান করেন। মোহিত অবস্তি মুম্বইয়ের হয়ে ৬৩ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। শিবম দুবে ৫ ওভারে ৫৬ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
জবাবে ব্যাট করতে নামা মুম্বই ইনিংসের মাঝপথে বৃষ্টি নামলে সাময়িকভাবে খেলা বন্ধ থাকে। বৃষ্টির পর পুনরায় খেলা শুরু হলে জয়ের জন্য তাদের সামনে লক্ষ্যমাত্র দাঁড়ায় ৪১ ওভারে ২৯১ রানের। মুম্বই ৪১ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২২৩ রানের বেশি সংগ্রহ করতে পারেনি।
মুম্বইয়ের হয়ে নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন সূর্যকুমার যাদব। তিনি ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৪৯ রান করে আউট হন। আরমান জাফর করেন ৪৭ রান। যশস্বী জসওয়াল ১৯ ও শিবম দুবে অপরাজিত ২৯ রান করেন। ৩৩ রানে ৩ উইকেট নেন প্রদীপ্ত প্রামানিক। ১টি করে উইকেট নিয়েছেন মুকেশ কুমার, আকাশ দীপ, ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, শাহবাজ আহমেদ ও রণজ্যোৎ খাইরা।