ব্যাটে-বলে অসাধারণ পারফর্ম্যান্স। ইডেনে বিজয় হাজারে ট্রফির ম্যাচে নিখুঁত ক্রিকেট উপহার দিয়ে সিকিমকে বিধ্বস্ত করল ঝাড়খণ্ড। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন ক্যাপ্টেন বিরাট সিং। তাঁকে যোগ্য সঙ্গত করেন নাজিম সিদ্দিকি, উৎকর্ষ সিং, সৌরভ তিওয়ারি, কুমার দেওব্রতরা। বল হাতে একাই ৫ উইকেট নেন রাহুুল শুক্লা।
এলিট বি-গ্রুপের ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ঝাড়খণ্ড। চারজন ক্রিকেটারের হাফ-সেঞ্চুরিতে ভর করে তারা নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৩০৯ রানের বড় ইনিংস গড়ে তোলে।
আরও পড়ুন:- Bengal vs Mumbai: অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি রাহানের, বাংলাকে বিধ্বস্ত করল মুম্বই
বিরাট সিং দলের হয়ে সব থেকে বেশি ৭৫ রান করেন। ৮৯ বলের ইনিংসে তিনি ৯টি চার ও ১টি ছক্কা মারেন। সৌরভ তিওয়ারি ৫১ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন। তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন। ৪৩ বলে ৫১ রান করে নট-আউট থাকেন কুমার দেওব্রত। তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। ৮৪ বলে ৫২ রান করেন উৎকর্ষ সিং। তিনি ৪টি চার মারেন। ৩৯ বলে ৪৩ রান করে সাজঘরে ফেরেন নাজিম। তিনি ৮টি বাউন্ডারি মারেন। সিকিমের হয়ে ৩৮ রানে ২টি উইকেট নেন লি ইয়ং লেপচা।
জবাবে ব্যাট করতে নেমে সিকিম ৪০.১ ওভারে ১১৬ রানে অল-আউট হয়ে যায়। সুমিত সিং (৩১) ও অঙ্কুর মালিক (৩১) ছাড়া আর কেউ দু'অঙ্কের রান করতে পারেননি। রাহুল শুক্লা ৭ ওভারে ১টি মেডেন-সহ ১৯ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। এছাড়া ১টি করে উইকেট নেন বিকাশ সিং, বিবেকানন্দ তিওয়ারি, শাহবাজ নদিম, অনুকূল রায় ও উৎকর্ষ সিং। ১৯৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে বিজয় হাজারে অভিযান শুরু করে ঝাড়খণ্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।