বাংলা নিউজ > ময়দান > হাফ-সেঞ্চুরি করেও জায়গা ছাড়তে হবে ঋদ্ধিকে, ইঙ্গিত দিলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

হাফ-সেঞ্চুরি করেও জায়গা ছাড়তে হবে ঋদ্ধিকে, ইঙ্গিত দিলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ঋদ্ধিমান সাহা (ছবি:বিসিসিআই)

ভারতের এক নম্বর উইকেটকিপার কে? ছবিটা স্পষ্ট করে দিলেন বিক্রম রাঠোর।

কানপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে দলের প্রয়োজনের সময় হাফ-সেঞ্চুরি করা ঋদ্ধিমান সাহাকে নিয়ে সাংবাদিক সম্মেলনে ভালো ভালো কথা শোনালেন বিক্রম রাঠোর। অভিজ্ঞ উইকেটকিপারের ভূয়সী প্রশংসা করে তাঁকে যথার্থ টিম ম্যান আখ্যা দেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ। যদিও সেই সঙ্গে তিনি এও ইঙ্গিত দিয়ে রাখেন যে, চলতি সিরিজে যত ভালোই পারফর্ম্যামন্স উপহান দিন ঋদ্ধি, ঋষভ পন্ত ফিরলে ফের প্রথম একাদশ থেকে বাদ পড়তে হবে তাঁকে।

টেস্টের চতুর্থ দিনের শেষে সাংবাদিক সম্মেলনে রাঠোর বলেন, ‘ঋদ্ধির জন্য দুর্ভাগ্যের যে, আমাদের কাছে অত্যন্ত বিশেষ একজন প্লেয়ার ঋষভ পন্ত রয়েছে, যে দলের এক নম্বর উইকেটকিপার। গত দু’বছরে ও আমাদের জন্য সত্যিই দারুণ পারফর্ম্যান্স করেছে। এই মুহূর্তে সেই ভূমিকাটাই পালন করছে ঋদ্ধি।'

রাঠোর আরও বলেন, ‘যখনই ওকে (ঋদ্ধিকে) দরকার পড়েছে, ও নির্ভরতা দিয়েছে। যখন পন্তকে পাওয়া যায় না, ঋদ্ধি নিজের দায়িত্ব পালন করে। আজকের পারফর্ম্যান্স দিয়ে ও আরও একবার দেখাল যে, ও কত গুরুত্বপূর্ণ এবং কত ভালো ক্রিকেটার।’

উল্লেখ্য, কাঁধে সমস্যা থাকা সত্ত্বেও ঋদ্ধি দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন। যন্ত্রণা নিয়েই তিনি হাফ-সেঞ্চুরি করে দলকে বিপদের হাত থেকে উদ্ধার করেন। ব্যক্তিগত ৬১ রানের লড়াকু ইনিংস খেলে অপরাজিত থাকেন ঋদ্ধিমান সাহা।

বন্ধ করুন