শুভব্রত মুখার্জি: চলতি চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্যায়ে অঘটন ঘটিয়ে ফেলল স্পেনের অখ্যাত ক্লাব ভিলারিয়াল। দর্শকপূর্ণ গ্যালারির সামনে উজ্জীবিত ফুটবল উপহার দিল ভিলারিয়াল। ম্যাচ জুড়ে একের পর এক আক্রমণ করেও বায়ার্ন মিউনিখ, ভিলারিয়ালের ডিফেন্স ভাঙতে ব্যর্থ। আগের ম্যাচে একাধিক গোল করা জার্মান চ্যাম্পিয়নরা এদিন গোল করতে ব্যর্থ হলেন। জুলিয়ান নাগেল্সম্যানের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলার সম্ভাবনা তৈরি করল স্প্যানিশ দলটি।
কোয়ার্টার-ফাইনাল ম্যাচের প্রথম লেগে বুধবার রাতে ঘরের মাঠে ছয়বারের ইউরোপীয় চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারাতে সক্ষম হয়েছে ভিলারিয়াল দল। এদিন সমস্ত সুযোগ ভিলারিয়াল কাজে লাগালে তাদের ব্যবধান আরও বাড়তে পারত। ভিলারিয়ালের একটি প্রচেষ্টা পোষ্টে লাগে। এছাড়াও তারা বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। চলতি মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম হারের স্বাদ পেল বায়ার্ন। অপরদিকে ইউরোপ সেরা হয়ার মঞ্চে তাদের বিপক্ষে প্রথম জয় পেল ভিলারিয়াল।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় এর আগে দু'বার দেখা হয়েছিল এই দুই দলের। ২০১১-১২ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ঘরের মাঠে ৩-১ গোলেও অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে জিতেছিল বায়ার্ন। চলতি মরশুমে শেষ ষোলোতে জুভেন্টাস দলকে হারিয়েছে ভিলারিয়াল। এদি ম্যাচে অষ্টম মিনিটে নিজেদের প্রথম আক্রমণ থেকেই বায়ার্নের বিরুদ্ধে তারা গোল তুলে নেয়। ড্যানিয়েল পারেহোর শটে ছয় গজ বক্সে পা ছুঁয়ে বলের অভিমুখ পাল্টে দিয়ে গোলের ঠিকানা লিখে দেন ডানজুমা। এই মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে ৯ ম্যাচে তার গোল সংখ্যা দাড়াল ৬টি। এদিন বায়ার্ন মিউনিখের ফুটবলাররা ভিলারিয়ালের গোলরক্ষককে কোনও পরীক্ষার মধ্যেই ফেলতে পারেনি। ২০১৭ সালের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে অ্যাওয়ে ম্যাচে হারল বায়ার্ন।