সাক্ষী মালিক সম্প্রতি অভিযোগ করেন, ভারতের রেসলিং ফেডারেশনের (WFI) প্রাক্তন প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদে ফাটল ধরেছিল যখন ‘ভিনেশের কাছের লোকেরা’ তাঁর মন ‘লোভ’ দিয়ে পূর্ণ করতে শুরু করেছিল। সাক্ষী আরও অভিযোগ করেন যে, ভিনেশ এবং বজরং পুনিয়ার এশিয়ান গেমসের ট্রায়াল থেকে ছাড় পাওয়ার সিদ্ধান্তও প্রতিবাদের চিত্রকে কলঙ্কিত করেছে। তবে ভিনেশ এই ধরনের সব অভিযোগ খারিজ করে দেন এবং বলেন অ্যাথলিটদের পক্ষে কথা বলা মোটেও ‘লোভ’ নয়।
ANI-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় ভিনেশ ফোগাট বলেন, ‘কেউ আমাকে লিখিতভাবে কিছু দেয়নি, আমি কারও উদ্দেশ্য অনুমান করতে পারি না। ভালো কথা হল আমরা একটা ভালো কাজের জন্য লড়াই করেছি। অলিম্পিক্সে খেলা এবং দেশের জন্য পদক জেতা যদি লোভ হয়, তবে হ্যাঁ, সেই লোভ আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত বহন করব। একজন ক্রীড়াবিদ হিসেবে সতীর্থদের পাশে দাঁড়ানো এবং বোনেদের হয়ে কথা বলা কী লোভীর পরিচয়? যদি হয়, তবে আমি এটিকে একটি ভালো ধরণের লোভ বলে মনে করি।’
ভারতের রেসলিং ফেডারেশনের (WFI) প্রাক্তন প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দীর্ঘ প্রতিবাদের তিনজন বিশিষ্ট মুখের একজন সাক্ষী, তাঁর সম্প্রতি প্রকাশিত বই 'উইটনেস'-এ এই বিবৃতি দিয়েছেন। তিনি বইতে লিখেছেন, ‘বজরং ও ভিনেশের কাছের মানুষ লোভে মন ভরাতে শুরু করেছে। এখন তারা গেমসের জন্য ট্রায়াল থেকে ছাড়ের বিষয়ে কথা বলছিল’। যদিও কারা এই দু’জনকে প্রভাবিত করেছিলেন সেই নাম উল্লেখ করেননি সাক্ষী।
এই ৩২ বছর বয়সী কুস্তিগীর আরও অভিযোগ করেন, ‘ট্রায়াল থেকে বজরং আর ভিনেশ ছাড় পাওয়ায় আন্দোলনের ক্ষতি হয়েছে। এতে কুস্তিগিরদের প্রতিবাদী ভাবমূর্তি নষ্ট হয়েছে। অনেকে ভেবে নিয়েছেন, আমরা আসলে স্বার্থপর। নিজেদের স্বার্থে প্রতিবাদে ছিলাম।’ প্রসঙ্গত, ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের জমানায় মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন ভিনেশ, বজরং এবং সাক্ষী। সেই মামলার শুনানি দিল্লির আদালতে এখনও চলছে। এরই মধ্যে ঘটনায় নতুন মোড় আসে, ভিনেশ এবং বজরং উভয়ই হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জাতীয় কংগ্রেস (INC) পার্টিতে যোগ দেন। যোগ দিয়েই হরিয়ানা বিধানসভা নির্বাচনে জুলানা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ভিনেশ এবং জয়ী হন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।