শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমস থেকে কার্যত খালি হাতে ফিরতে হয়েছে ভিনেশ ফোগটকে। দুরন্ত লড়াই করে ফাইনালে উঠেও তাঁর পদক জয় অধরা থেকে গিয়েছিল। মেয়েদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে নামার আগে নিয়মমাফিক তাঁর বডি ওয়েট করা হয়। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি পাওয়া যায় তাঁর।ফলে তাঁকে ফাইনালে নামতে দেয়নি আইওসি অর্থাৎ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। তবে পদক না আনতে পারলেও তাঁর লড়াইকে সম্মান জানিয়েছে সমগ্র দেশবাসী। তাঁকে ঘিরে যে উচ্ছ্বাস,উৎসাহ, উদ্দীপনা,উন্মাদনা দেখা গিয়েছে তা অবর্ণনীয়। ভিনেশ ফিরেছেন তাঁর গ্রাম হরিয়ানার ঝাঁঝারের বালালিতে। এবার সেখানেই তাঁকে হরিয়ানার খাপ পঞ্চায়েতের তরফে সোনার মেডেল দিয়ে সম্মান দেখানো হল। পুরস্কার পাওয়ার পরে উচ্ছ্বসিত ভিনেশ জানিয়েছেন তাঁর লড়াই সবেমাত্র শুরু হয়েছে।
আরও পড়ুন-‘কেউ দেখতে পাচ্ছে না,তবে পরিবর্তন হচ্ছে…’বললেন পিসিবি চেয়ারম্যান,পাল্টা খোঁচা আফ্রিদির!
রবিবার সর্বখাপ পঞ্চায়েতের তরফে ভিনেশকে সোনার মেডেল দিয়ে সম্মানিত করা হয়েছে। তাঁকে সম্মান জানানোর জন্য আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি জানান ' আমার লড়াই শেষ হয়নি। বলা যায় আমার লড়াই সবেমাত্র শুরু হয়েছে। এই লড়াইটা হল আমাদের মেয়েদের জন্য লড়াই। তাদের সম্মান রক্ষার্থে, তাদেরকে নিরাপদ করার লড়াই।আমরা যখন ধর্নাতে বসেছিলাম সেই সময়তেও বারবার আমরা এটাই বলেছি। এখনও আমি এটাই বলব।' ঘটনাচক্রে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার তৎকলীন সভাপতি ব্রিজভূষন শরণ শর্মার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে পথে নেমেছিলেন কুস্তিগীররা। সেই সময়ে কুস্তিগীরদের আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ভিনেশ ফোগট। গত বছর শুরু হওয়া এই আন্দোলন দীর্ঘদিন ধরে চলেছিল।
ভিনেশ আরো যোগ করেন ' আমি যখন প্যারিসে (ফাইনাল )খেলার সুযোগ পেলাম না। নিজেকে খুব দুর্ভাগা মনে হয়েছিল। তবে এরপর যখন আমি ভারতে ফিরে এলাম এখানে এসে আমি যেধরনের ভালোবাসা এবং সাপোর্ট পেলাম তখন আমার মনে হল আমার ভাগ্য আমার প্রতি সুপ্রসন্ন।আমি চিরদিন এই উপহারের (সোনার মেডেল) কৃতজ্ঞ থাকব। এই পদকটা অন্যান্য সব পদকের থেকে অনেক অনেক উপরে। '
উল্লেখ্য ভিনেশ দেশে ফেরার পর থেকে তাঁকে নিয়ে এই উচ্ছ্বাস বর্তমান। এয়ারপোর্টে নামা থেকেই তাঁকে নিয়ে আবেগের বিস্ফোরণ ঘটছে। দিল্লি থেকে তিনি একটি রোড শো করে তাঁর গ্রাম হরিয়ানার ঝাঁঝারের বালালিতে যান। পথে বিভিন্ন জায়গায় তাঁকে সম্মানিত করা হয়।সেই রাতে মধ্যরাত পেরিয়ে ১৩ ঘন্টার জার্নি করে তিনি উপস্থিত হন তাঁর গ্রামে। তখনও তাঁকে নিয়ে সেই রাতেও উৎসাহ কম ছিল না তাঁর ভক্তদের। ভক্তদের সেই আবেগ দেখা গেল ২৫ অগস্ট রবিবারেও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।