বাড়তি ওজনের জন্য অলিম্পিক্সের ফাইনালে উঠেও ভিনেশ ফোগট কুস্তির ইভেন্ট থেকে বাতিল হন। তার পরেই সর্বভারতীয় অলিম্পিক সংস্থার তরফে দায় চাপানো হয় অ্যাথলিট ও তাঁর কোচিং স্টাফেদের উপরে। পিটি ঊষা স্পষ্ট জানান যে, এই বিষয়টি দেখা উচিত ক্রীড়াবিদ ও তাঁর কোচেদের।
আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভিনেশের রুপোর পদকের দাবি খারিজ হয়ে যাওয়ার পরে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন তাঁর কোচ ওলার আকোস। তিনি সামনে আনেন দুশ্চিন্তার সেই রাতের কথা, যা শুনে ক্রীড়াপ্রেমীদের আঁতকে ওঠাই স্বাভাবিক। একসময় তো ভিনেশের কোচ আশঙ্কাও করেছিলেন যে, তাঁর ছাত্রী যে কোনও সময় মারা যেতে পারেন।
ভিনেশ সেমিফাইনাল বাউট জিতে ফাইনালের টিকিট হাতে পাওয়া মাত্রই সারা দেশে খুশির বন্যা বয়ে যায়। তবে দুশ্চিন্তার কালো মেঘে ঢেকে যায় ভিনেশ ও তাঁর কোচিং স্টাফেদের আকাশ। কেননা সেমিফাইনালের পরেই ভিনেশের ওজন বেড়ে যায় ২ কেজি ৭০০ গ্রাম।
৫০ কেজি ওজনের ক্যাটাগরিতে খেলতে নেমেছিলেন ভিনেশ। পরের দিন সকালেই ভিনেশকে ওয়েট টেস্ট দিতে হতো। ৫২.৭ কেজি থেকে নিজের ওজন ৫০ কেজিতে নামিয়ে না আনতে পারলেই সমূহ বিপদ। সেটা আঁচ করতে বিশেষ সময় লাগেনি ভিনেশের কোচিং টিমের।
আরও পড়ুন:- Vinesh Phogat: সব কুছ টুটা হি রহ গয়া! সোশ্যাল মিডিয়া পোস্টে হাল ছাড়ার ইঙ্গিত ভিনেশের
সুতরাং, হাতে ছিল এক রাত। সেই রাতে কীভাবে চুল কেটে, রক্ত বার করে দিয়ে, কার্যত সারা রাত শারীরিক কসরৎ করে ওজর কমানোর চেষ্টা চলে, সেটাই প্রকাশ করলেন ভিনেশের কোচ। ওলার আকোস বলেন, ‘সেমিফাইনালের পরে ২.৭ কেজি বাড়তি ওজন ধরা পড়ে। ১ ঘণ্টা ২০ মিনিট কসরৎ করার পরেও দেড় কেজি ওজন বেশি থেকে যায়। তার পরে ৫০ মিনিট সানা বাথ নেওয়ার পরে ভিনেশের শরীর থেকে এক ফোঁটাও ঘাম বেরোচ্ছিল না।’
তিনি আরও বলেন, ‘আর কোনও রাস্তাই খোলা ছিল না। মাঝরাত থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত ভিনেশ বিভিন্ন কার্ডিয়ো মেশিন ও কুস্তির মারপ্যাঁচে ব্যস্ত রাখে নিজেকে। একঘণ্টা ৪৫ মিনিট কাটানোর পরে ২-৩ মিনিটের বিশ্রমা নেয়। তার পরে ফের শুরু করে। ভিনেশ কার্যত মুর্ছা যায়। তবে কোনও রকমে আমরা তুলি ওকে। পরে এক ঘণ্টা ফের সানা বাথ নেয়। আমি ইচ্ছা করেই নাটকীয় সময় মুহূর্তগুলোর কথা বর্ণনা করিনি। তবে একটা সময় আমার মনে হচ্ছিল যে, ও হয়তো মারাও যেতে পারে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।