বাংলা নিউজ > ময়দান > Viral Cricket Video: এটা তো ম্যানকাডেরও ‘বাবা’! 'ডেড বলেও' নন-স্ট্রাইকারকে রান-আউট বোলারের: ভিডিয়ো

Viral Cricket Video: এটা তো ম্যানকাডেরও ‘বাবা’! 'ডেড বলেও' নন-স্ট্রাইকারকে রান-আউট বোলারের: ভিডিয়ো

এটা তো ম্যানকাডেরও ‘বাবা’! 'ডেড বলেও' নন-স্ট্রাইকারকে রান-আউট বোলারের: ভিডিয়ো। (ছবি সৌজন্যে ভিডিয়ো)

Viral Cricket Video: 'ডেড বলে' নন-স্ট্রাইকারকে রান আউটের চেষ্টা বোলারের। আউটও দিলেন আম্পায়ার। দেখে নিন ঊভাইরাল ভিডিয়ো। নেটিজেনদের দাবি, চূড়ান্ত হতাশ হয়ে ওই বোলার সেই কাজটা করেছেন। চূড়ান্ত স্পোর্টসম্যানশিপের অভাব।

'ডেড বল' নাকি 'রান আউট'? ক্রিকেট মাঠে একটি উদ্ভট ঘটনা ঘিরে এমনই চর্চা শুরু হল নেটপাড়ায়। সেই ঘটনার ভিডিয়োও ভাইরাল হয়ে গিয়েছে।

সোমবার East Anglian Premier League-র টুইটার অ্যাকাউন্টে সেই উদ্ভট ঘটনার ভিডিয়ো পোস্ট করা হয়ে। যদিও পরে মুছে দেওয়া হয়েছে সেই টুইট। কেন মুছে দেওয়া হয়েছে, তা অবশ্য জানানো হয়নি। তারইমধ্যে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ঘটনায় আঁতকে উঠেছেন নেটিজেনরা।

আরও পড়ুন: Viral Cricket Video: উইকেট পেয়েই বসে-বসে উলটে যাচ্ছেন, তারপর মাঠে পড়ে থেকে সেলিব্রেশন! ভাইরাল ভিডিয়ো

ভিডিয়োয় দেখা গিয়েছে, কোনও একটি ম্যাচে এক বোলার বল করছেন। ব্যাটার বল ডিফেন্ড করেন। কোনও রান নেননি। অপরপ্রান্তে (নন-স্ট্রাইকিং এন্ড) থাকা ব্যাটার ক্রিজের দিকে চলে আসেন। ক্রিজের ধারেকাছে (ক্রিজের ভিতরে নাকি বাইরে, সেটা বোঝা যায়নি) ব্যাট ঠেকিয়ে দাঁড়িয়ে থাকেন। 

আরও পড়ুন: প্যাড না পরেই মাঠে নেমে পড়লেন ব্যাটসম্যান, ভুল বুঝতে পেরে দে দৌড়, দেখুন হাস্যকর ভিডিয়ো

তারইমধ্যে বোলার হেলতে-দুলতে ফিরতে থাকেন। আচমকা নন-স্ট্রাইকিং এন্ডে স্টাম্পের দিকে বল ছুড়ে দেন। বল স্টাম্পে লাগতেই আউটের আবেদন জানান। অনফিল্ড আম্পায়ারকে ভিডিয়োয় দেখা না গেলেও তিনি যে আউট দিয়েছেন, তা ফিল্ডিং দলের খেলোয়াড়দের হাবেভাবে বোঝা যায়। বোলার, উইকেটকিপার উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। ব্যাটার কিছুটা ভ্যাবাচাকা খেয়ে বেরিয়ে যেতে থাকেন।

সেই ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনরা দাবি করেছেন, 'ডেড বল'-এ কীভাবে রান আউট হতে পারে? কীভাবে আউট দিলেন আম্পায়ার? এক নেটিজেন লেখেন, 'এটা ডেড বল। বল হাতে বোলার নিজের বোলিং মার্কের দিকে হেঁটে যাচ্ছেন। ইতিমধ্যে ক্রিজের ভিতরে নিজের ব্যাট রেখে দিয়েছে ব্যাটার এবং রান নেওয়ার কোনও চেষ্টাও করেননি। খুব বাজে কাজ করেছেন বোলার।' অনেকের বক্তব্য, চূড়ান্ত হতাশ হয়ে ওই বোলার সেই কাজটা করেছেন। চূড়ান্ত স্পোর্টসম্যানশিপের অভাব। তবে নেটিজেনদের কেউ-কেউ আবার দাবি করেছেন, ব্যাটার আউট ছিলেন। ক্রিকেটের নিয়ম নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন নেটিদেনের একাংশ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন