জনপ্রিয়তায় বলিউড তারকাদের অনায়াসে পিছনে ফেলতে পারেন রোহিত শর্মা। ভারত অধিনায়কের অনুরাগীর সংখ্যা চ্যালেঞ্জ জানাতে পারে দক্ষিণী নায়কদেরও। তার প্রমাণ মিলল ফের একবার।
প্রিয় তারকাকে একবার চোখের দেখা দেখতে যেভাবে অনুরাগীরা ভিড় জমালেন মুম্বইয়ের এক হোটেলের সামনে, তাতেই বোঝা যায় হিটম্যানের সম্মোহনের প্রকৃত স্বরূপ।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োয় দেখা যায় যে, রোহিতকে একঝলক দেখার জন্য মুম্বইয়ের এক হোটেলের বাইরে হাজার হাজার মানুষের ভিড়। হোটেল থেকে বেরোনোর সময়ে এমন ভিড় দেখে মাথায় হাত হিটম্যানের।
রাস্তার মাঝে চারিদিকে থিকথিক করছে মানুষের মাথা। ভিড়ের মাঝেই আটকে বাস, ট্যাক্সি। পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তারক্ষীরা রোহিতকে পুনরায় হোটেলের ভিতরে ঢুকে যাওয়ার পরামর্শ দেন। হিটম্যানও কোনো ঝুঁকি না নিয়ে নিরপত্তারক্ষীদের নির্দেশ পালন করেন।
এশিয়া কাপের আগে সাময়িক বিশ্রামে রয়েছেন রোহিত শর্মা। জিম্বাবোয়ে সফরের ওয়ান ডে স্কোয়াডে রাখা হয়নি হিটম্যান-সহ টিম ইন্ডিয়ার প্রথম সারির তারকাদের। রোহিতের বদলে জিম্বাবোয়েতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল, যিনি এশিয়া কাপে হিটম্য়ানের ডেপুটির দায়িত্ব পালন করবেন। কিছুদিনের মধ্যেই এশিয়া কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরশাহি উড়ে যাবেন রোহিতরা।
আগামী ২৭ অগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ ২০২২। ভারতীয় দল তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ঠিক তার পরের দিন। ২৮ অগস্ট দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। সুতরাং, হাই ভোল্টেজ লড়াই দিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।