বাংলা নিউজ > ময়দান > এ বার শুরু অন্য লড়াই, লন্ডন পৌঁছে গেলেন বিরাট-মিতালিরা

এ বার শুরু অন্য লড়াই, লন্ডন পৌঁছে গেলেন বিরাট-মিতালিরা

বৃহস্পতিবারই লন্ডন পৌঁছে গেল ভারতের পুরুষ এবং মহিলা দল। ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে মুম্বইয়ে কোয়ারেন্টাইনে ছিল বিরাট কোহলি-মিতালি রাজরা।