বাংলা নিউজ > ময়দান > ওড়িশায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মন খারাপের বার্তা দিলেন কোহলি থেকে বিন্দ্রা

ওড়িশায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মন খারাপের বার্তা দিলেন কোহলি থেকে বিন্দ্রা

ওড়িশায় মর্মান্তিক দুর্ঘটনায় বিমর্ষ পুরো দেশ।

ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘনায় এখন পর্যন্ত আড়াইশোর কাছাকাছি মানুষ নিহত হয়েছেন। আহত হাজারের কাছাকাছি। এই সংখ্যাগুলি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘনা যেন এখন গোটা দেশের মানুষের কাছেই বিভীষিকা। সময় যত গড়াচ্ছে, তত লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনার চেয়েও এটি আরও ভয়ানক। সম্ভবত এটি ভারতের সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার খবরে গোটা দেশের মানুষই বিমর্ষ হয়ে পড়েছে। এমন কী বাদ পড়েননি ক্রীড়াবিদরাও।

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি থেকে অলিম্পিক্সে স্বর্ণপদক বিজয়ী অভিনব বিন্দ্রা- প্রত্যকেই এই বিধ্বংসী ট্রেন দুর্ঘটনায় মুষড়ে পড়েছেন। এবং তাঁদের উদ্বেগ, উৎকন্ঠা, খারাপ লাগা প্রকাশ করেছেন। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনশোর কাছাকাছি মানুষ নিহত হয়েছেন। আহত হাজারের কাছাকাছি। এই সংখ্যাগুলি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

শুক্রবারের সন্ধ্যের দিকে বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস এবং একটি পণ্যবাহী ট্রেন দুর্ঘটনার মুখোমুখি হয়। স্বাধীনতার পর থেকে এটি সবচেয়ে মারাত্মক দুর্ঘটনাগুলির মধ্যে একটি।

ভুবনেশ্বরের আধিকারিকরা জানিয়েছেন যে, দুর্ঘটনাস্থলে ১,২০০ জন কর্মী ছাড়াও ২০০টি অ্যাম্বুলেন্স, ৫০টি বাস এবং ৪৫টি মোবাইল হেলথ ইউনিট কাজ করছে। ট্রাক্টরসহ সব ধরনের যানবাহনে করেই মৃতদেহগুলি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

বিরাট কোহলি এখন লন্ডনে রয়েছেন। তিনি ৭ জুন থেকে ওভালে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি নিতে ব্যস্ত। তার মাঝেই এই দুর্ঘটনার খবরে তিনি বিচলিত। কোহলি টুইটে লিখেছেন, ‘ওড়িশায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার খবরে আমি দুঃখিত। যে সব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে, তাদের জন্য প্রার্থনা করি। আর আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিক্সে স্বর্ণপদক বিজয়ী রাইফেল শুটার অভিনব বিন্দ্রা আবার টুইট করে লিখেছেন, ‘ওড়িশায় বিধ্বংসী ট্রেন দুর্ঘটনার খবর হৃদয় বিদারক। এই অবিশ্বাস্য কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত এবং তাঁদের প্রিয়জনদের পাশে আছি। আসুন আমরা সবাই তাঁদের কাছে আমাদের সমর্থন এবং প্রার্থনা পৌঁছে দিই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’

ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ার বালাসোর থেকে আসা ভিজ্যুয়ালগুলিকে ‘শকিং’ বলেছেন। তিনি লিখেছেন, ‘ওড়িশা থেকে যে ছবিগুলি দেখানো হচ্ছে, তা ভয়ানক। এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত, তাঁদের জন্য প্রার্থনা করি।’

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগও মর্মাহত। তিনি টুইটে লিখেছেন, ‘ওড়িশার করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে জড়িত এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কথা শুনে অত্যন্ত দুঃখিত। সেই পরিবারের প্রতি সমবেদনা, যারা তাদের প্রিয় জনকে হারিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।’

ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান লিখেছেন, ‘হৃদয় বিদারক খবর ওড়িশা থেকে আসছে। এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন,তাঁদের পরিবারের জন্য আমি প্রার্থনা করি।’

প্রাক্তন পেস বোলার ভেঙ্কটেশ প্রসাদ লিখেছেন, ‘ওড়িশার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় খুবই বেদনাদায়ক এবং মর্মাহত। যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। যাঁরা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করছি।’

ট্রেন দুর্ঘটনার রেকর্ড অনুসারে এটি ভারতের চতুর্থ মারাত্মক দুর্ঘটনা। বালাসোর জেলার বাহানাগা বাজার স্টেশনের কাছে, কলকাতা থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণে এবং ভুবনেশ্বরের ১৭০ কিলোমিটার উত্তরে এই দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। কী করে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা, তার জন্য রেল মন্ত্রককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন