টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী আগেই করোনা ভ্যাকসিন নিয়েছেন। আইপিএলের বায়ো বাবল থেকে বেরিয়ে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন শিখর ধাওয়ান। সস্ত্রীক করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন অজিঙ্কা রাহানেও। এবার ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন ভারত অধিনায়র বিরাট কোহলি।
ইংল্যান্ড সফরে উড়ে যাওয়ার আগে ভারতীয় ক্রিকেটারদের করোনা ভ্যাকসিন নিতে হবে, এমনটাই নির্দেশ বিসিসিআইয়ের। সেই অনুযায়ী টিম ইন্ডিয়ার তারকারা একে একে করোনা টিকা নিচ্ছেন।
সোমবার বিরাট কোহলি নিলেন প্রথম ডোজ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন তিনি। ভারত অধিনায়ক ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ভ্যাকসিন নেওয়ার ছবির সঙ্গে বিশেষ বার্তায় অনুরাগীদের অনুরোধ জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব করোনা টিকা নিয়ে নেওয়ার। বিরাট লেখেন, ‘যত তাড়াতাড়ি পারেন ভ্যাকসিন নিয়ে নিন। নিরাপদে থাকুন।’
একা কোহলিই নন, সোমবার করোনা ভ্যাকসিন নিয়েছেন টিম ইন্ডিয়ান সিনিয়র পেসার ইশান্ত শর্মাও। দিল্লি ক্যাপিটালসের বায়ো-বাবল থেকে বেরোনোর পর তারকা পেসার সস্ত্রীক করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন।
টুইটারে করোনা টিকা নেওয়ার কথা জানিয়ে ইশান্ত লেখেন, ‘ভ্যাকসিনের জন্য ধন্যবাদ এবং সমস্ত আবশ্যিক কর্মীদের কাছে কৃতজ্ঞ। যেমন মসৃণভাবে টিকাকরণ কর্মসূচি চলছে, তা দেখে খুব খুশি। যত তাড়াতাড়ি সম্ভব সবাই ভ্যাকসিন নিয়ে নিন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।