সাম্প্রতিক সময়ে অধিনায়কত্ব যাওয়া থেকে ব্যাট হাতে ফর্ম বিরাট কোহলিকে নিয়ে চর্চার অন্ত নেই। প্রতিদিনই কোহলিকে নিয়ে না না রকম গুজব শোনা যাচ্ছে। হালে তো এমনও শোনা গিয়েছে যে কোহলি এবং দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের ওয়ান ডে অধিনায়ক লোকেশ রাহুলের মধ্যে সম্পর্ক খুব একটা ভাল না।
তবে দ্বিতীয় ওয়ান ডেতে ম্যাচের মাঝেই একেবারে খোশমেজাজে সাজঘরের ব্যালকানিতে দেখা গেল কোহলিকে। পার্লে দ্বিতীয় ওয়ান ডেতে শূন্যরানে আউট হয়েই সাজঘরে ফিরতে হয় কোহলিকে। তবে কোহলির আউট হওয়ার পর ঋষভ পন্ত এবং লোকেশ রাহুল শতাধিক রানের পার্টনারশিপ গড়েন। পন্ত ৭১ বলে নিজের ৮৬ রানের ইনিংসে স্বভাবচিত ভঙ্গিমায় আগ্রাসী মেজাজে ব্যাট করেন। পন্তেরই এক দুর্ধর্ষ স্ট্রেট ড্রাইভের পর ক্যামেরা ভারতীয় দলের সাজঘরে ধরা হলে কোহিলকে চেয়ারে বসেই কাঁধ দুলাতে দেখা যায়।
কোহলির পাশেই বসেছিলেন আরেক দিল্লিনিবাসী শিখর ধাওয়ান। তাঁকেও কোহলির এই এই কান্ড দেখে মুচকি হাসতে দেখা যায়। এই প্রথম নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ হোক বা আইপিএল, আগেও কোহলিকে বহুবার মাঠেই নাচতে দেখা গিয়েছে। তবে শত বিতর্ক এবং কানাঘুষোর মধ্যেও কোহলির এই মেজাজ নিঃসন্দেহে অনুরাগীদের স্বস্তি দেবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।