পুরোদমে খেলা চলছে। বল করতে আসার জন্য তৈরি হচ্ছেন মহম্মদ শামি। ব্যাটিংয়ের জন্য তৈরি হচ্ছেন মার্নাস ল্যাবুশেন। তারইমধ্যে মাঠে দাঁড়িয়েই খেতে শুরু করে দেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। যে ঘটনা মধ্যাহ্নভোজের বিরতির কিছুটা আগেই হয়। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ২২ তম এবং ২৩ তম ওভারের মধ্যে সেই ঘটনা ঘটেছে। ২২ ওভারের পর ২৩ তম ওভারে বল আসছিলেন মহম্মদ শামি। স্ট্রাইকে ছিলেন বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটার ল্যাবুশেন। সেইসময় স্লিপে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন বিরাট। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, যে চকোলেটের মতো কোনও একটি জিনিসে কামড় বসাচ্ছেন ভারতীয় তারকা। তবে আসলে কী খাচ্ছেন, তা অবশ্য বোঝা যায়নি।
ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট
আমদাবাদ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। এখনও পর্যন্ত সিরিজের সবথেকে পাটা পিচে ভালো শুরু করেছে অস্ট্রেলিয়া। ৫৮ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর দুই উইকেটে ১৪৪ রান। আপাতত ক্রিজে আছেন উসমান খোয়াজা (১৭৫ বলে ৬৩ রান) এবং স্মিথ (১১০ বলে ৩৫ রান)।
আরও পড়ুন: IND vs AUS 4th Test Live Updates: জমাট জুটি স্মিথ-খোয়াজার, শক্ত ভিতে অস্ট্রেলিয়া
ভারতের হয়ে একটি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং মহম্মদ শামি। ট্র্যাভিস হেডকে আউট করেন অশ্বিন। ল্যাবুশেনকে আউট করেন শামি। যে ওভারের শুরুতে বিরাট খাচ্ছিলেন, সেই ওভারের দ্বিতীয় বলেই ল্যাবুশেন আউট হয়ে যান। তারপর থেকে অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছেন খোয়াজা এবং স্মিথ। চলতি সিরিজে অস্ট্রেলিয়ার সেরা ব্যাটার হলেন খোয়াজা।
(বিশেষ দ্রষ্টব্য: যে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, তা মুছে দেওয়া হয়েছে)।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)