শুভব্রত মুখার্জি: মাত্র কয়েকদিন আগেই বিরাট কোহলির থেকেও প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো ক্রিকেটার হওয়ার দাবি জানিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটার খুররম মনজুর। তাঁর দাবি ছিল পরিসংখ্যান, রেকর্ড তাঁর সপক্ষে কথা বলছে। প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড অনুযায়ী তিনি যে বিরাটের থেকে কয়েক কদম এগিয়ে সেই দাবি করেছিলেন তিনি। এই দাবি করার কয়েকদিনের মধ্যেই কার্যত নিজের দাবি থেকে পিছু হটলেন তিনি। পাল্টি মেরে এবার তাঁর দাবি বিরাট কোহলি আগেই তাঁর প্রথম শ্রেণির রেকর্ডটি ভেঙে দিয়েছিলেন।
৩৬ বছর বয়সি খুররম মনজুরের দাবি ভালো পারফরম্যান্স করার পরেও তিনি পাকিস্তান দলে জায়গা পাচ্ছিলেন না। সেই কারণেই নাকি তাঁর বিষয়টি বুঝিয়ে দিতেই তিনি বিরাটের সঙ্গে তাঁর তুলনা করেছিলেন! তাঁর বক্তব্য নিয়ে বিতর্কের মাঝেই তিনি তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। নাদির আলির ইউটিউব চ্যানেলে তাঁর দাবি ছিল 'আমি নিজেকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করছি না। বাস্তবটা হল ৫০ ওভারের ক্রিকেটে যেই বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থাকুক না কেন আমি সবার থেকে উপরেই থাকব আমার রেকর্ডের ভিত্তিতে। বিশ্ব ক্রমতালিকায় আমি ১ নম্বরেই থাকব। আমার পরেই থাকবে কোহলি। লিস্ট-এ'র ম্যাচে আমার কনভার্সান বিরাটের থেকে অনেক ভালো। ও প্রতি ছয় ইনিংস পরে শতরান করে। আমি ৫.৬৮ ইনিংস পরে শতরান করি। লিস্ট-এ ক্রিকেটে সারা বিশ্বে আমার রাঙ্কিং ৫-এ রয়েছে।'
খুররমের আরও দাবি 'গত ১০ বছর ধরে আমার ব্যাটিং গড় ৫৩। শেষ ৪৮ ইনিংসে আমার ২৪টি শতরান রয়েছে। ২০১৫ থেকে এখন পর্যন্ত যারা পাকিস্তানের হয়ে ওপেন করেছে তাঁদের মধ্যে আমার পরিসংখ্যান সবথেকে ভালো। ন্যাশনাল টি-২০তেও আমিই সর্বোচ্চ রান সংগ্রাহক। সর্বাধিক শতরানও রয়েছে তাঁর। তা সত্ত্বেও আমাকে বারবার নির্বাচন করা হয়নি। কেউ এই বিষয়ে আমাকে পোক্ত কারণ দেখাতে পারেনি।'
এরপরেই সোশ্যাল মিডিয়াতে কটাক্ষের শিকার হন তিনি। যার পরিপ্রেক্ষিতে খুররম লিখেছেন 'আমার সাক্ষাৎকারকে বিকৃত করা হয়েছে। আমি যা বলেছি তাকে সম্পূর্ণ বদলে দেখানো হয়েছে। বিরাট কোহলি দুরন্ত ক্রিকেটার। আমি সবসময় ওঁকে শ্রদ্ধা করে এসেছি। আমি আমার লিস্ট-এ ক্রিকেটের পরিসংখ্যানটা তুলে ধরেছিলাম। শতরান করার রেটিওতে আমি এগিয়ে রয়েছি। কোহলির সঙ্গে আমার কোনরকম তুলনাই চলে না। আমি জানতাম না বিরাট কোহলি আমার সেই লিস্ট-এ'র পরিসংখ্যান আগেই ভেঙে দিয়েছে।'