বাংলা নিউজ > ময়দান > সচিন নন, কোহলিই সেরা- তবে ১০০ সেঞ্চুরি করতে কালঘাম ছুটবে: শোয়েব

সচিন নন, কোহলিই সেরা- তবে ১০০ সেঞ্চুরি করতে কালঘাম ছুটবে: শোয়েব

বিরাট কোহলি (ICC Twitter)

ভিডিয়োতে শোয়েবকে বলতে শোনা যায় ‘গতকাল কোহলি যে প্রথম ৫০ রান করেছিল তা একেবারেই কোহলি সুলভ ছিল না। এশিয়া কাপে আমি মাঝেমধ্যে পুরনো কোহলির ঝলক পাচ্ছিলাম।’

শুভব্রত মুখার্জি: ৭০ থেকে ৭১তম আন্তর্জাতিক শতরানে পৌঁছতে বেশ কিছুটা সময় লেগে গিয়েছে বিরাট কোহলির। ১০২০ দিন পরে বৃহস্পতিবার চলতি এশিয়া কাপে আফগানিস্তান দলের বিরুদ্ধে এসেছে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। একটা সময় মনে করা হয়েছিল খুব সহজেই কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ১০০ টি আন্তর্জাতিক শতরানের নজির ভাঙবেন তিনি। তবে মাঝের তিন বছরের কাছাকাছি সময় ফর্মে না থাকার ফলে এই নজির গড়া কঠিন হলেও অসম্ভব নয়। আর এই প্রসঙ্গ তুলেই প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার জানিয়েছেন বিরাট তার কাছে সেরা ক্রিকেটার। বিরাটের ওই বাকি ২৯টা শতরান (১০০টা শতরান স্পর্শ করতে) তার কাছে খুব গুরুত্বপূর্ণ। তবে ওই ২৯টা শতরান করতে যে বিরাটের কালঘাম ছুটবে তাও জানাতে ভোলেননি শোয়েব আখতার।

বৃহস্পতিবার ৬১ বলে ১২২ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন বিরাট। তারপরেই টুইটারে নিজের অফিসিয়াল হ্যান্ডেল থেকে বিরাটের ভূয়সি প্রশংসা করেন শোয়েব আখতার। তিনি বিরাট সম্বন্ধে নিজের মতামত জানানো একটি ভিডিয়ো টুইট করে লেখেন 'অবশেষে ও (বিরাট) ফিরে এসেছে। কোহলি অন্যতম গ্রেট একজন ক্রিকেটার। দীর্ঘ অপেক্ষার এই ৭১ তম শতরান।'

ভিডিয়োতে শোয়েবকে বলতে শোনা যায় 'গতকাল কোহলি যে প্রথম ৫০ রান করেছিল তা একেবারেই কোহলি সুলভ ছিল না। এশিয়া কাপে আমি মাঝেমধ্যে পুরনো কোহলির ঝলক পাচ্ছিলাম। তবে আমি পুরনো কোহলিকে ফিরে পাই ওর ইনিংসের শেষ ৫০ রানে। যখন ও ওর শতরান পূরণ করে। দেখে মনে হয়েছে কোহলি অতি সহজেই রান করছে। ও নিজের ফর্ম ও ফিরে পাচ্ছে।'

১০০টি শতরান করতে বিরাটের এখনও ২৯টি শতরান বাকি রয়েছে। সেই প্রসঙ্গে আখতার জানান 'আমার কাছে ওই ২৯টা শতরান গুরুত্বপূর্ণ। কারণ আমি মনে করি ও সর্বকালের সেরা ব্যাটার। ওই ২৯টা শতরান যা বাকি রয়েছে তা করা ওর পক্ষে সহজ হবে না। ওর ৭১তম শতরান করতে বেশ কিছুটা সময় লেগেছে। তবে ও এখন আর থামবে না।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন