শুভব্রত মুখার্জি: ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর মনে করেন বিরাট কোহলির 'এক্সপ্যানসিভ' ড্রাইভ শট খেলা কখনও বন্ধ করা উচিত নয়। তবে তাঁকে একটু সাবধানী হয়ে সঠিক বল নির্বাচন করে, তবেই ড্রাইভ শট খেলতে হবে। এমনটাই মনে করেন বিক্রম রাঠোর।
সাম্প্রতিক কালে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি অফ ড্রাইভ কিংবা কভার ড্রাইভ খেলার সময়ে বেশ সমস্যায় পড়ছেন। একাধিকবার তিনি হয় স্লিপে, নতুবা উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। চলতি দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্টও তার ব্যতিক্রম নয়। এই বিষয়টি নিয়েই প্রশ্ন করা হয়েছিল বিক্রম রাঠোরকে। প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে বিষয়টি নিয়ে বলতে গিয়ে রাঠোর দাবি করেন, 'এই শটটা (ড্রাইভ) খেলে ও অতীতে প্রচুর রান করেছে। এটা ওর একটা স্কোরিং শট বলা চলে। ওর উচিত এই শটটা খেলা। আমি মনে করি, শক্তির জায়গাই অনেক সময়ে দুর্বলতার জায়গা হয়ে দেখা দিতে পারে।'
প্রসঙ্গত একটা সময় ক্যারিয়ারে কিংবদন্তি সচিন তেন্ডুলকরেরও কভার ড্রাইভ খেলতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছিল। ২০০৪ সালে সিডনিতে অজিদের বিরুদ্ধে তিনি একটিও কভার ড্রাইভ না খেলে ২৪১ রানের এক অনবদ্য ইনিংস উপহার দিয়েছিলেন। রাঠোর তাই বলছিলেন, 'তুমি যদি একটি নির্দিষ্ট শট না খেলো, তা হলে তুমি সেই শটটা খেলে কোনদিনও আউট হবে না। তুমি তা হলে রানও করতে পারবে না। তবে কখন শটটা খেলব সেটা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আরও একটু পরিকল্পনা করে এই শটটা খেলতে হবে। ওর উচিত ড্রাইভ শট খেলা। তবে সঠিক বল নির্বাচন করে ওর এই শটটা খেলা উচিত।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।