বাংলা নিউজ > ময়দান > ICC Ranking: পরপর দু'ম্যাচে হাফ-সেঞ্চুরি, টি-২০ ব়্যাঙ্কিংয়ের প্রথম পাঁচে কোহলি

ICC Ranking: পরপর দু'ম্যাচে হাফ-সেঞ্চুরি, টি-২০ ব়্যাঙ্কিংয়ের প্রথম পাঁচে কোহলি

বিরাট কোহলি। ছবি- গেটি।

সংক্ষিপ্ত ফর্ম্যাটে পিছিয়ে গিয়েছেন লোকেশ রাহুল, ওয়ান ডে'র শীর্ষে বিরাটই।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে উপর্যুপরি হাফ-সেঞ্চুরি করেন বিরাট কোহলি। দ্বিতীয় ম্যাচে ৭৩ রানে অপরাজিত থাকেন বিরাট। তৃতীয় ম্যাচে ৭৭ রান করে নট-আউট থেকে যান তিনি।

ব্যাট হাতে এমন অনবদ্য পারফর্ম্যান্সের সুূবাদে আইসিসির ব্যক্তিগত টি-২০ ব়্যাঙ্কিংয়ে উন্নতি করলেন ভারত অধিনায়ক। আইসিসির টি-২০ ব্যাটসম্যানদের তালিকার প্রথম পাঁচে ফিরে এলেন কোহলি। ছয় থেকে এক ধাপ উঠে এসে বিরাট এখন পাঁচ নম্বরে অবস্থান করছেন।

যদিও সিরিজের তিনটি ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় লোকেশ রাহুলতে পিছিয়ে যেতে হয়েছে বিশ্বব়্যাঙ্কিংয়ে। লোকেশ তিন নম্বরে ছিলেন শেষ তালিকায়। সদ্য প্রকাশিত লিস্টে তাঁর অবস্থান ৪ নম্বরে। তারও আগে দু'নম্বর থেকে তৃতীয় স্থানে পিছলে যেতে হয়েছিলন রাহুলকে। ব্যাটসম্যানদের তালিকায় রোহিত শর্মা রয়েছেন ১৭ নম্বরে। বিশ্বের এক নম্বর আন্তর্জাতিক টি-২০ ব্যাটসম্যানের তকমা ধরে রেখেছেন ইংল্যান্ডের ডেভিড মালান।

বোলারদের প্রথম দশে যথারীতি কোনও ভারতীয় ক্রিকেটার নেই। ওয়াশিংটন সুন্দর রয়েছেন ১১ নম্বরে। বোলারদের মতোই অল-রাউন্ডারদের তালিকার প্রথম দশেও ভারতের কোনও ক্রিকেটার নেই।

ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে বিরাট কোহলি ব্যাটসম্যানদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন। রোহিত শর্মা যথারীতি অবস্থান করছেন দু'নম্বরে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন