আইসিসির ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সদ্য প্রকাশিত ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিং তালিকায় ভারত অধিনায়ক যথারীতি এক নম্বরে রয়েছেন। দু'নম্বরে নিজের জায়গা ধরে রেখেছেন রোহিত শর্মা।
কোহলির সংগৃহীত রেটিং পয়েন্ট ৮৭০। রোহিতের সংগ্রহে রয়েছে ৮৪২ পয়েন্ট। সুতরাং, সিংহাসন দখল করার লক্ষ্যে ক্যাপ্টেনকে তাড়া করছেন তাঁর ডেপুটি। ব্যাটসম্যানদের প্রথম দশে ভারতের আর কোনও ক্রিকেটার নেই। প্রথম দশে কোনও রদবদলও হয়নি।
তবে বোলারদের তালিকায় উল্লেখযোগ্য উত্থান চোখে পড়েছে বাংলাদেশের দুই তারকা মেহেদি হাসান ও মুস্তাফিজুর রহমানের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নজর কাড়া পারফর্ম্যান্সের সুবাদে দু'জনেই প্রথম দশে ঢুকে পড়েছেন।
মেহেদি হাসান ৯ ধাপ উঠে এসে ৪ নম্বরে অবস্থান করছেন। মুস্তাফিজুর উন্নতি করেছেন ১১ ধাপ। আপাতত তিনি রয়েছেন ৮ নম্বরে। প্রথম দশে ভারতের একমাত্র প্রতিনিধি জসপ্রীত বুমরাহ তিন নম্বর জায়গা ধরে রেখেছেন। যথারীতি শীর্ষে রয়েছেন ট্রেন্ট বোল্ট।
অল-রাউন্ডারদের প্রথম দশে ভারতের একমাত্র ক্রিকেটার রবীন্দ্র জাদেজা এক ধাপ পিছিয়ে ৮ নম্বরে চলে গিয়েছেন। শাকিব আল হাসান এক নম্বর জায়গা আরও পোক্ত করেছেন।
মহিলা ক্রিকেটে ব্যাটারদের তালিকায় চার নম্বর স্থান ধরে রেখেছেন স্মৃতি মন্ধনা। এক ধাপ উঠে ১০ থেকে ৯ নম্বরে চলে এসেছেন মিতালি রাজ। শীর্ষে রয়েছেন মেগ ল্যানিং।