কঠিন সময়ে বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে কয়েকটা শব্দে টুইট করেছিলেন বাবর আজম। সেই টুইটটিই কার্যত হইচই ফেলে দেয় ক্রিকেটমহলে। পাকিস্তানের ক্যাপ্টেন ভারতীয় তারকাকে খারাপ সময় কাটিয়ে ওঠার সাহস জোগাচ্ছেন, এই বিষয়টাই তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে উদ্ভূত পরিস্থিতিতে।
কোহলি অবশ্য প্রতি সৌজন্য ফিরিয়ে দিতে ভুল করেননি। বাবর আজমের টুইটের জবাব দেন তিনি। শনিবার বিরাট বাবরের টুইটের রিপ্লাইয়ে পাক দলনায়ককে কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে বাবরকেও ভবিষ্যতের জন্য শুভকামনা জানান কোহলি।
আরও পড়ুন:- খারাপ সময়ে হঠাৎ কেন কোহলিকে নিয়ে টুইট করতে গেলেন? কারণ জানালেন বাবর আজম
বিরাট লেখেন, ‘ধন্যবাদ। এভাবেই জৌলুস ছড়াতে থাকো এবং এগিয়ে যাও। তোমার জন্য শুভকামনা রইল।’
উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে কোহলি ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পরে বাবর টুইটারে বিরাটের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘এটাও (খারাপ সময়) কেটে যাবে। মনোবল বজায় রাখ।’
হঠাৎ কোহলিকে নিয়ে কেন টুইট করতে গেলেন, বাবরকে সেই প্রশ্নের জবাবও দিতে হয় উৎসুক সংবাদমাধ্যমের কাছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে পাক তারকা বলেন, ‘আমি নিজে একজন খেলোয়াড়। আমি বুঝি এমন পর্যায় দিয়ে যেতে হয় সবাইকেই। এটাও জানি, এমন অফ ফর্মে থাকলে খেলোয়াড়দের মানসিক অবস্থা কেমন হয়। এমন কঠিন সময়ে আপনার সমর্থন দরকার হয়। আমি এই ভেবেই টুইট করেছিলাম যে, এটা হয়ত ওকে (বিরাটকে) কিছুটা সমর্থন জোগাবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।