ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দলে ফিরেছিলেন কোহলি। বিরাট দলে ফেরায় দীপক হুডাকে বসতে হয়েছিল। কিন্তু এদিনও ব্যর্থ হয়েছিলেন বিরাট কোহলি। মাত্র ১ রান করেই আউট হয়ে যান তিনি। বোর্ড সূত্রে খবর, বিরাটকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে আদৌ নেওয়া হবে কি না তা নিয়েও ভাবনা চিন্তা শুরে হয়ে গেছে। অন্যদিকে সমালোচনার মুখে পড়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
আরও পড়ুন… ভুবিদের প্রশংসা করে আসন্ন T20 বিশ্বকাপে ভারতকে নিয়ে আফ্রিদির বড় ভবিষ্যদ্বাণী
বিরাট কোহলির সমালোচনা করেছিলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। তিনি বলেছিলেন আইসিসির ক্রমতালিকায় বিশ্বের দুই নম্বর টেস্ট বোলার রবিচন্দ্রন অশ্বিনকে দলকে বাদ দেওয়া গেলে কোহলিকেও বাদ দেওয়া সম্ভব।বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব জানিয়েছিলেন যে যদি অশ্বিনকে বসিয়ে দেওয়া হয়, তবে বিরাটকে কেন বসানো হচ্ছে না। এবার বিরাটকে নিয়ে করা কপিল দেবের এই বক্তব্যের কড়া সমালোচনা করলেন কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা।
আরও পড়ুন… ভুবিদের প্রশংসা করে আসন্ন T20 বিশ্বকাপে ভারতকে নিয়ে আফ্রিদির বড় ভবিষ্যদ্বাণী
বিরাট কোহলির পাশে দাঁড়িয়েছেন রাজকুমার শর্মা। কপিল দেবের বক্তব্যের সমালোচনা করে বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মা বলন, ‘কপিল দেবের বক্তব্যকে একদমই সমর্থন করছি না। বিরাটকে নিয়ে এত বড় বিবৃতি দেওয়া মতো কিছুই হয়নি। দেশের হয়ে অনেক অবদান রয়েছে কোহলির। আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি সেঞ্চুরি করা কখনওই মুখের কথা নয়। আমার মনে হয় না যে ভারতীয় ক্রিকেট বোর্ড বিরাটকে রিজার্ভ বেঞ্চে বসাবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।