সেভাবে রান পাচ্ছেন না। তবে প্রাক্তন ছাত্র যে ফর্মে নেই, তা মানতে নারাজ বিরাট কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা। তবে নিজেকে নিয়ে আরও কাটাছেঁড়া করতে প্রাক্তন ছাত্র যদি অ্যাকাডেমিতে আসেন, তাহলে অত্যন্ত খুশি হবেন বলে জানালেন তিনি।
সংবাদসংস্থা এএনআইকে বিরাটের ছেলেবেলার কোচ বলেন, 'ওর ফর্ম নিয়ে কোনও সমস্যা নেই। ও যে বলগুলিতে আউট হচ্ছে, সেগুলি দুর্দান্ত বল। তবে হ্যাঁ, ও যদি আমার কাছে আসে, তাহলে সমস্যাগুলি নিয়ে কাজ করব। আমার মতে, ও আসবে।' বিরাটের ছেলেবেলার অবশ্য জানিয়েছেন, প্রাক্তন ছাত্রের আদৌও কোনও সমস্যা আছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হয়। তাই তিনি বলেছেন, ‘আদৌও যদিও কোনও সমস্যা থাকে, (তাহলে সেটা শুধরে দেওয়ার কাজ করব)।’
আরও পড়ুন: ‘আমি যদি ওর সঙ্গে ২০ মিনিট কথা বলতাম,’ কোহলির রোগ সারাতে এগিয়ে এলেন গাভাসকর
সম্প্রতি সেভাবে রান পাচ্ছেন না বিরাট। বিশেষত ২০১৬ সাল থেকে তিনি নিজেকে যে পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, সেই পর্যায়ের ‘নেতিবাচক’ দিক এখন পড়ছে বিরাটের উপর। এমন পর্যায়ে খেলছিলেন যে এখন (২০২০-২০২২ সাল) ৩৫-র উপর গড় থাকলেও তাঁর দিকে ধেয়ে আসছে সমালোচনার ঝড়। সেই পরিস্থিতিতে ছাত্র যদি পুরনো ‘পাঠশালায়’ ফিরে আসেন, তাহলে অত্যন্ত আনন্দিত হবেন বলে জানান রাজকুমার।
আরও পড়ুন: ‘কখনই বিরাটের মতো ক্রিকেটারকে ছাঁটতে পারবেন না,’ কোহলির সমর্থনে দীনেশ কার্তিক
বিরাটের ছেলেবেলার কোচ বলেন, 'আমার অ্যাকাডেমি ওর নিজেরই মাঠ। আগে ওর হাতে সময় থাকত না। কিন্তু এখন ও এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারে এবং অনুশীলন করতে পারে। ও যদি এখানে আসে, উপভোগ করে এবং এখানে স্বচ্ছন্দ বোধ করে, তাহলে আমার খুব ভালো লাগবে।'