বাংলা নিউজ > ময়দান > ‘সোশ্যাল মিডিয়ার চলন কম ছিল’, দু'টো ৩০০ করেও অবহেলিত হওয়ায় আফসোস ‘আরেক কোহলি’র

‘সোশ্যাল মিডিয়ার চলন কম ছিল’, দু'টো ৩০০ করেও অবহেলিত হওয়ায় আফসোস ‘আরেক কোহলি’র

তরুবর কোহলি। ছবি- গেটি/টুইটার।

এ বছর রঞ্জি মরশুমের গ্রুপ পর্বে তিনটি শতরান করেছেন কোহলি।

নিজের কিংবদন্তি কেরিয়ারে বিরাট কোহলি অনেক ক্রিকেটারের সঙ্গেই সাজঘর ভাগ করেছেন। তিনি কিন্তু অধিনায়ক হিসাবে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেই লাইমলাইটে প্রথমবার এসেছিলেন। ২০০৭ সালের সেই বিশ্বকাপ থেকে বিরাটের পাশাপাশি কেন উইলিয়ামসন, রবীন্দ্র জাদেজা, স্টিভ স্মিথরাও বর্তমানে বিশ্বক্রিকেট সুপারস্টার।

তবে অনেকেই সেই সময় শুরুটা ভাল করলেও, তেমন আর সুযোগ পাননি। ‘আরেক কোহলি’ বলে পরিচিত তরুবরের গল্পটাও কিছুটা এমনই। তৎকালীন ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের ওপেনার ছিলেন তরুবর। আইপিএলেও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। কিন্তু কোনদিনই আর ভারতীয় দলের আশেপাশেও দেখা যায়নি তাঁকে। এমনকী এই মরশুমেও রঞ্জিতে বিহারের বিরুদ্ধে এক ম্যাচে ১৫১ ও ১০১ রান করার পরের ম্যাচেই নাগাল্যান্ডের বিরুদ্ধে ফের ১৫১ করেন তিনি।

তরুবরের আক্ষেপ, আগে সোশ্যাল মিডিয়ার তেমন চল না থাকায়, তাঁর কৃতিত্বগুলো অচিরেই ঢাকা পড়ে গিয়েছে। SportsYaari-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি দু'টো তিনশো করেছি, একটা পঞ্জাবের হয়ে এবং একটা মিজোরামের জার্সিতে। তবে সেই সময় সোশ্যাল মিডিয়ার এত চল না থাকায়, ওগুলোকে নিয়ে মাতামাতি করা হয়নি এবং সেই পরিসংখ্যান হারিয়ে গিয়েছে। তবে ক্রিকেটেও অনেক বদল ঘটেছে। আমাদের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলার সময় আমরা বেশ কিছু ডট বল খেলতাম। বর্তমানে তো নাগাড়ে তিনটি ডট বল খেললেই ম্যানেজমেন্ট ব্যাটারের দক্ষতার ওপর প্রশ্ন তুলতে শুরু করে।’

সুযোগ না পাওয়ায় হতাশ হলেও, তাঁর অনুর্ধ্ব ১৯ দলের সতীর্থ বিরাট যে নিজেকে অন্য স্তরে নিয়ে যেতে সক্ষম হয়েছেন, সেকথাও কিন্তু অস্বীকার করছেন না তরুবর। ‘আমরা সকলেই নিজেদের মতো দৌড়াচ্ছি। বিরাটের সতীর্থ ছিলাম, তাই তুলনা সবসময়ই থাকবে। তবে আমি ব্যক্তিগতভাবে কখনও তুলনায় যেতে পছন্দ করি না। বিরাট যেভাবে নিজের খেলাকে পরের স্তরে নিয়ে গিয়েছে, তার জন্য ওর বাহবা প্রাপ্য। আমি চাই ও আরও প্রচুর রান করুক এবং সকলে যে ওর শতরানের জন্য অপেক্ষা করে রয়েছে, তা শীঘ্রই সমাপ্ত হোক।’ মতামত তরুবরের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বিয়েতেই যত্ত ‘সমস্যা’! আটকে পাগল প্রেমীর কাজ, বাধ্য হয়েই ছোটপর্দায় ফিরছেন আদৃত? তৃতীয় ইনিংসেই 'এক দেশ, এক নির্বাচন' নীতি কার্যকর করবে মোদী সরকার, দাবি সূত্রের রাত পোহালেই আকাশ দখল, আরজি কর কাণ্ডের প্রতিবাদে ঘুড়িতে থাকছে উই ওয়ান্ট জাস্টিস লন্ডনে এড শিরানের সঙ্গে ম্যাজিক্যাল অরিজিৎ সিং, দেখুন সেই মুহূর্ত... ভারতীয় দলে ঢোকার পুরস্কার! আকাশ দীপ পেলেন বিরাট উপহার! আগে পেয়েছেন রিঙ্কু,শাহবাজ সবাই সমান সুযোগ পায় না-কোন ক্রিকেটারকে মুখের ওপর সটান বলেছিলেন গম্ভীর? ভয়াবহ টাইফুন আছড়ে পড়েছে চিনের সাংহাইতে, ঝড়-বৃষ্টির তাণ্ডব লালবাগচা রাজা দর্শনে শাহরুখ, কট্টরপন্থীরা লিখলেন,‘আপনি মুসলিম বলেই তো মনে হয় না' অস্ত্রোপচারের ৪ মাস পর মাঠে ফিরলেন শার্দুল ঠাকুর, ব্যর্থ নজর কাড়তে বাংলাদেশকে হারাতে নেটে বিশেষ অস্ত্রে শান দিলেন রোহিত, ব্যবহার করবেন ম্যাচে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.