বাংলা নিউজ > ময়দান > ICC Men's T20I team of the year: SKY-র সামনে নত ICC-র! বর্ষসেরা T20 দলে বিরাট-সহ ৩ ভারতীয়, ঠাঁই সিকন্দর-লিটলেরও

ICC Men's T20I team of the year: SKY-র সামনে নত ICC-র! বর্ষসেরা T20 দলে বিরাট-সহ ৩ ভারতীয়, ঠাঁই সিকন্দর-লিটলেরও

বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

ICC Men's T20I team of the year: আইসিসি যে পুরুষদের বর্ষসেরা দল ঘোষণা করেছে, তাতে সর্বাধিক তিন খেলোয়াড় আছেন ভারতের - বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপ আসেনি। কিন্তু ২০২২ সালে টি-টোয়েন্টিতে যে ভারতীয়রা দাপট দেখিয়েছেন, তা প্রমাণিত হল আইসিসির বর্ষসেরা দলে। সোমবার আইসিসি যে পুরুষদের বর্ষসেরা দল ঘোষণা করেছে, তাতে সর্বাধিক তিন খেলোয়াড় আছেন ভারতের। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের দু'জন ঠাঁই পেয়েছেন।

২০২২ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি দল

১) জস বাটলার (ইংল্যান্ড) (অধিনায়ক, উইকেটকিপার): ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন। ১৫ ম্যাচে ৪৬২ রান করেছিলেন। স্ট্রাইক রেট ১৬০.৪১। বিশ্বকাপে ছয় ম্যাচে ২২৫ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৪৪.২৩।

২) মহম্মদ রিজওয়ান (পাকিস্তান): ২০২১ সালের ছন্দ যেন ২০২২ সালে ধরে রেখেছিলেন। ২০২২ সালে ৯৯৬ রান করেছিলেন। সূর্যের পরে ২০২২ সালে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন।

৩) বিরাট কোহলি (ভারত): ২০২২ সালে পুরনো ছন্দে ফিরে আসেন বিরাট। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। করেছিলেন ২৯৬ রান। পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৮২ রান করেছিলেন। যা টি-টোয়েন্টির ইতিহাসে অন্যতম সেরা ইনিংস।

৪) সূর্যকুমার যাদব (ভারত): ২০২২ সালে অবিশ্বাস্য ছন্দে ছিলেন। সর্বাধিক রানও করেছিলেন - ১,১৬৪ রান। দুটি শতরান এবং ন'টি অর্ধশতরান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৮৭.৪৩। যিনি টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেব একই ক্যালেন্ডার বর্ষে ১,০০০ রানের বেশি করার নজির গড়েছেন।

৫) গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড): ২০২২ সালে ২১ টি ম্যাচে ৭১৬ রান করেছিলেন কিউয়ি তারকা। স্ট্রাইক রেট ১৫৬.৩৩। টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন।

৬) সিকন্দর রাজা (জিম্বাবোয়ে): ২০২২ সালটা পুরোপুরি সিকন্দরের ছিল। যিনি ৭৩৫ রান করেছিলেন। ২৫ টি উইকেট নিয়েছিলেন। ইকোনমি রেট ছিল ৬.১৩।

৭) হার্দিক পান্ডিয়া (ভারত): ২০২২ সালে মোট ৬০৭ রান করেছিলেন। ২০ টি উইকেট নিয়েছিলেন ভারতের তারকা অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৩ বলে ৬৩ রান করেছিলেন। 

আরও পড়ুন: Four Indians in ICC T20I team of 2022: বর্ষসেরা T20 দলে ভারতের দাপট, বাংলার দীপ্তি, রিচা-সহ আছেন ৪ জন, তালিকায় ৩ অজিও

৮) স্যাম কারান (ইংল্যান্ড): ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছিলেন। ছয় ম্যাচে ১৩ টি উইকেট নিয়েছিলেন কারান। যিনি ডেথ বোলার স্পেশালিস্ট হয়ে উঠেছেন। ফাইনালে ১২ রানে তিন উইকেট নিয়েছিলেন।

৯) ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা): শ্রীলঙ্কা যে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল, তার অন্যতম কারিগর ছিলেন হাসারাঙ্গা। যিনি ছয় ম্যাচে নয় উইকেট নিয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে ২৭ বলে ৩৭ রান করেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে আটটি ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন।

১০) হ্যারিস রউফ (পাকিস্তান): এশিয়া কাপে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দুর্ধর্ষ বল করেছিলেন।

১১) জোশ লিটল (আয়ারল্যান্ড): ২০২২ সালের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন আয়ারল্যান্ডের বাঁ-হাতি পেসার। ৩৯ টি উইকেট নিয়েছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়েছিলেন ১১ টি উইকেট। করেছিলেন হ্যাটট্রিকও।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.