বাংলা নিউজ > ময়দান > বিরাট কী করবেন, মনের কথা জেনে গেলেন প্রজ্ঞান ওঝা!

বিরাট কী করবেন, মনের কথা জেনে গেলেন প্রজ্ঞান ওঝা!

বিরাট কোহলি।

প্রাক্তন ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝার দাবি, তাঁর কাছে যা খবর রয়েছে যে, বিরাট কোহলি আর বিশ্রাম নেবেন না। ক্যারিবিয়ান সিরিজের পরবর্তীতে সমস্ত সিরিজেই খেলবেন বিরাট। ফর্মে ফিরতে নাকি এই পথকেই বেছে নিতে চলেছেন কোহলি।

শুভব্রত মুখার্জি

ব্যাট হাতে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির রানের খরা দীর্ঘ দিনের। যত সময় যাচ্ছে, ততই তাঁর ব্যাট হাতে অফ ফর্ম প্রকট হয়ে উঠছে। এর মাঝেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চলতি সিরিজে বিরাট বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনাও হয়েছে বিস্তর। এমন আবহেই প্রাক্তন ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝার দাবি, তাঁর কাছে যা খবর রয়েছে যে, বিরাট কোহলি আর বিশ্রাম নেবেন না। ক্যারিবিয়ান সিরিজের পরবর্তীতে সমস্ত সিরিজেই খেলবেন বিরাট। ফর্মে ফিরতে নাকি এই পথকেই বেছে নিতে চলেছেন কোহলি।

আরও পড়ুন: আবার সেই UAE, Asia Cup-এ কি টি-টোয়েন্টি বিশ্বকাপের হাল হবে রোহিতদের?

একটি সাক্ষাৎকারে ওঝা জানিয়েছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরের পরেই কামব্যাক করবে বিরাট। কামব্যাক বলতে আমি বুঝি বড় রানের‌ মধ্যে ফিরবে ও । ওর মতো বড় মাপের ব্যাটার যদি একবার রান পেতে শুরু করে, তাহলেই চিত্রটা পাল্টে যাবে। আমি যেটুকু শুনেছি, তাতে পরবর্তী সব সফরেই খেলবে বিরাট। আর হয়তো বিশ্রাম নেবে না। ওর জন্য খুব ভালো হবে ব্যাপারটা। ওর প্রতিভা নিয়ে তো কোনও সন্দেহ নেই। ও খুব ভালই ব্যাট করছে। হয়তো মানসিক দিক থেকে কোনও সমস্যা হচ্ছে। সেটাও কাটিয়ে উঠবে বলে আশা‌ রাখি।’

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওডিআই-এর লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে: https://bangla.hindustantimes.com/sports/wi-vs-ind-3rd-odi-live-can-shikhar-dhawan-create-history-by-winning-the-last-match-31658923649053.html

ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পরেই বিশ্রাম নিতে চেয়েছিলেন বিরাট। সেই সিদ্ধান্ত নিয়েও তুমুল সমালোচনা হয়। কোহলির প্রাক্তন সতীর্থ স্পিনার প্রজ্ঞান ওঝার মতে, আর ক্রিকেট থেকে বিরতি নেবেন না বিরাট। শোনা যাচ্ছে, আসন্ন জিম্বাবোয়ে সফরেও যাবেন কোহলি। সেই প্রসঙ্গ টেনে ওঝা বলেছেন, ‘আমার ধারণা Sই সিরিজগুলো থেকেই ফর্মে ফিরবে বিরাট।’

বন্ধ করুন