বাংলা নিউজ > ময়দান > সৌরভকে শিক্ষা দিতে চেয়েছিল কোহলি- বিরাট বোমা ফাটালেন চেতন শর্মা

সৌরভকে শিক্ষা দিতে চেয়েছিল কোহলি- বিরাট বোমা ফাটালেন চেতন শর্মা

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলি।

চেতন শর্মা জানিয়েছেন, বিরাটকে খুব একটা পছন্দ করতেন না তৎকালীন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আবার সরাসরি কোহলিকে ‘মিথ্যাবাদী’ বলেও দাবি করেছেন তিনি। চেতন বলেছেন, বিরাট নিজেকে দলের উর্ধ্বে ভাবতে শুরু করেছিলেন। নিজেকে সবার উপরে মনে করতেন। তাই ইচ্ছাকৃত ভাবে সৌরভের নামে মিথ্যে অভিযোগ করেন কোহলি।

বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর তীব্র ঝামেলা নিয়ে বহু জলঘোলা হয়ে গিয়েছে। যার জেরে তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট সৌরভকে কম হেনস্থা হতে হয়নি। নতুন যে তথ্য সামনে এসেছে, তাতে জানা গিয়েছে, সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ইগোর লড়াইয়ের জেরেই ভারতীয় দলের অধিনায়কত্ব খোয়াতে হয়েছিল বিরাট কোহলিকে।

সম্প্রতি জি নিউজের একটি স্টিং অপারেশনের ভিডিয়োতে এমনটাই বলতে শোনা গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক চেতন শর্মাকে। তাঁকে ওই ভিডিয়োতে বলতে শোনা গিয়েছে, ‘বিরাট এবং সৌরভের মধ্যে ইগোর লড়াই ছিল। সেই কারণেই বিরাটের নেতৃত্ব চলে গিয়েছিল।’

আরও পড়ুন: হার্দিক এসে সোফাতেই ঘুমিয়ে যেত রাতে-চাঞ্চল্যকর দাবি প্রধান নির্বাচকের

চেতন শর্মা গোপন ক্যামেরায় আরও জানিয়েছেন, বিরাটকে খুব একটা পছন্দ করতেন না তৎকালীন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আবার সরাসরি কোহলিকে ‘মিথ্যাবাদী’ বলেও দাবি করেছেন চেতন শর্মা। তিনি স্পষ্ট ভাবে বলে দেন, সৌরভ এবং কোহলির মধ্যে দ্বন্দ্ব ছিল। বিরাট নিজেকে দলের উর্ধ্বে ভাবতে শুরু করেছিলেন। নিজেকে সবার উপরে মনে করতেন। তাই ইচ্ছাকৃত ভাবে সৌরভের নামে মিথ্যে অভিযোগ করেন কোহলি।

সৌরভ যে বিরাটকে সত্যি সত্যিই টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়তে বারণ করেছিলেন, সেটাও স্বীকার করে নেন চেতন শর্মা। তিনি বলেন, ‘ভিডিয়ো কনফারেন্সিংয়ে সকলের সামনেই সৌরভ বিরাটকে নেতৃত্ব ছাড়তে বারণ করেন। আরও একবার ভেবে দেখার অনুরোধ করেন। বিরাট হয়তো কথাটা শুনতে পায়নি। সেই মিটিংয়ে ন'জন উপস্থিত ছিল। আমিও ছিলাম। নির্বাচন কমিটির সদস্যরা ছিলেন। সবাই শুনতে পেয়েছে সৌরভ কী বলেছিল। অথচ বিরাট শুনতে পেল না! নাকি অন্য কোনও ব্যাপার আছে আমার জানা নেই। তা হলে বিরাট মিথ্যে কথা বলেছে। ও কেন এ রকম বলল, আমরা কেউ জানি না।’

আরও পড়ুন: পুরো ফিট না হয়ে ইঞ্জেকশন নিয়ে খেলেন ক্রিকেটাররা, স্টিং অপারেশনে বললেন চেতন শর্মা

এই ঘটনা বিরাট কোহলির টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার সময়কার। স্বেচ্ছায় ক্রিকেটের ছোট ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার পর, ওডিআই ক্রিকেটের অধিনায়কের পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়। রোহিত শর্মাকে অধিনায়ক করা হয়। তখন সৌরভ জানিয়েছিলেন, তিনি নিজে কোহলিকে টি-টোয়েন্টির নেতৃত্ব না ছাড়ার অনুরোধ করেছিলেন। কিন্তু বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন কোহলি। তাতেই জাতীয় দলের দুই প্রাক্তন অধিনায়কের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। কিন্তু কিছু দিন পর বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এত দিন পর হঠাৎ সব গোপন তথ্য ফাঁস করলেন চেতন শর্মা। যা নিয়ে ফের আলোড়ন পড়ে গিয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নোমান-সাজিদের জুটি, ১৩৭ রানে শেষ উইন্ডিজের প্রথম ইনিংস, পাকিস্তান ২০২ রানে এগিয়ে লটারিতে ৭ কোটি ১৪ লক্ষ টাকা জিতেছিলেন কর্মী, খবর শুনেই পুরস্কার ফেরত চায় সংস্থা! এইমসের বাইরে ঠান্ডায় পড়ে আছেন রোগীর পরিজনরা, দেখে কী বললেন রাহুল? ‘রোশন পরিবার স্বজনপ্রীতি তো...’ রাকেশ রোশন সম্পর্কে কী বললেন প্রিয়াঙ্কা চোপড়া? আরকে ফিল্ম ফেস্টিভ্যালে রণবীরকে লুকিয়ে আলিয়াকে কী বললেন কার্তিক? বাবা হাসপাতালে, এর মধ্যেই সিনেমার শ্যুটিং শুরু করলেন সইফ-পুত্র ইব্রাহিম! হাতে ৩ দিনের ছুটি? ঘুরে আসতে পারেন কাছেপিঠে এই স্থানগুলি থেকে তাড়াতাড়ি ওজন কমানো খুব ক্ষতিকর! সতর্ক করে যা যা জানালেন পুষ্টিবিদ কিছু জিনিস দানে সংসারে নেমে আসে অশান্তি, সকাত চৌথে ভুলেও করবেন না এইগুলি দান দাঁড়াতে পারছেন না সোজা হয়ে! ফের মদ্যপ অবস্থায় বেসুরো পিয়া রে বিতর্কে জুবিন

IPL 2025 News in Bangla

ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.