বাংলা নিউজ > ময়দান > সৌরভকে শিক্ষা দিতে চেয়েছিল কোহলি- বিরাট বোমা ফাটালেন চেতন শর্মা

সৌরভকে শিক্ষা দিতে চেয়েছিল কোহলি- বিরাট বোমা ফাটালেন চেতন শর্মা

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলি।

চেতন শর্মা জানিয়েছেন, বিরাটকে খুব একটা পছন্দ করতেন না তৎকালীন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আবার সরাসরি কোহলিকে ‘মিথ্যাবাদী’ বলেও দাবি করেছেন তিনি। চেতন বলেছেন, বিরাট নিজেকে দলের উর্ধ্বে ভাবতে শুরু করেছিলেন। নিজেকে সবার উপরে মনে করতেন। তাই ইচ্ছাকৃত ভাবে সৌরভের নামে মিথ্যে অভিযোগ করেন কোহলি।

বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর তীব্র ঝামেলা নিয়ে বহু জলঘোলা হয়ে গিয়েছে। যার জেরে তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট সৌরভকে কম হেনস্থা হতে হয়নি। নতুন যে তথ্য সামনে এসেছে, তাতে জানা গিয়েছে, সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ইগোর লড়াইয়ের জেরেই ভারতীয় দলের অধিনায়কত্ব খোয়াতে হয়েছিল বিরাট কোহলিকে।

সম্প্রতি জি নিউজের একটি স্টিং অপারেশনের ভিডিয়োতে এমনটাই বলতে শোনা গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক চেতন শর্মাকে। তাঁকে ওই ভিডিয়োতে বলতে শোনা গিয়েছে, ‘বিরাট এবং সৌরভের মধ্যে ইগোর লড়াই ছিল। সেই কারণেই বিরাটের নেতৃত্ব চলে গিয়েছিল।’

আরও পড়ুন: হার্দিক এসে সোফাতেই ঘুমিয়ে যেত রাতে-চাঞ্চল্যকর দাবি প্রধান নির্বাচকের

চেতন শর্মা গোপন ক্যামেরায় আরও জানিয়েছেন, বিরাটকে খুব একটা পছন্দ করতেন না তৎকালীন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আবার সরাসরি কোহলিকে ‘মিথ্যাবাদী’ বলেও দাবি করেছেন চেতন শর্মা। তিনি স্পষ্ট ভাবে বলে দেন, সৌরভ এবং কোহলির মধ্যে দ্বন্দ্ব ছিল। বিরাট নিজেকে দলের উর্ধ্বে ভাবতে শুরু করেছিলেন। নিজেকে সবার উপরে মনে করতেন। তাই ইচ্ছাকৃত ভাবে সৌরভের নামে মিথ্যে অভিযোগ করেন কোহলি।

সৌরভ যে বিরাটকে সত্যি সত্যিই টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়তে বারণ করেছিলেন, সেটাও স্বীকার করে নেন চেতন শর্মা। তিনি বলেন, ‘ভিডিয়ো কনফারেন্সিংয়ে সকলের সামনেই সৌরভ বিরাটকে নেতৃত্ব ছাড়তে বারণ করেন। আরও একবার ভেবে দেখার অনুরোধ করেন। বিরাট হয়তো কথাটা শুনতে পায়নি। সেই মিটিংয়ে ন'জন উপস্থিত ছিল। আমিও ছিলাম। নির্বাচন কমিটির সদস্যরা ছিলেন। সবাই শুনতে পেয়েছে সৌরভ কী বলেছিল। অথচ বিরাট শুনতে পেল না! নাকি অন্য কোনও ব্যাপার আছে আমার জানা নেই। তা হলে বিরাট মিথ্যে কথা বলেছে। ও কেন এ রকম বলল, আমরা কেউ জানি না।’

আরও পড়ুন: পুরো ফিট না হয়ে ইঞ্জেকশন নিয়ে খেলেন ক্রিকেটাররা, স্টিং অপারেশনে বললেন চেতন শর্মা

এই ঘটনা বিরাট কোহলির টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার সময়কার। স্বেচ্ছায় ক্রিকেটের ছোট ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার পর, ওডিআই ক্রিকেটের অধিনায়কের পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়। রোহিত শর্মাকে অধিনায়ক করা হয়। তখন সৌরভ জানিয়েছিলেন, তিনি নিজে কোহলিকে টি-টোয়েন্টির নেতৃত্ব না ছাড়ার অনুরোধ করেছিলেন। কিন্তু বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন কোহলি। তাতেই জাতীয় দলের দুই প্রাক্তন অধিনায়কের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। কিন্তু কিছু দিন পর বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এত দিন পর হঠাৎ সব গোপন তথ্য ফাঁস করলেন চেতন শর্মা। যা নিয়ে ফের আলোড়ন পড়ে গিয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.