নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সন্দেহ নেই যে, ক'দিন আগেই ভারতের কাছে টেস্ট সিরিজ হারের বদলা নিতে চাইবেন জো রুটরা।
ইংল্যান্ডের মাটিতে এই টেস্ট সিরিজ মোটেও সহজ হবে না ভারতীয় দলের কাছে। যদিও ক্যাপ্টেন বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাট হাতে সফল হবেন বলে মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসর। তিনি কোহলিকে নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করেন। তাঁর দাবি, বিরাট এই সিরিজে সবথেকে বেশি রান সংগ্রহ করবেন।
প্রাক্তন ব্রিটিশ তারকার কাছে কোহলি বনাম অ্যান্ডারসনের লড়াই প্রসঙ্গে জানতে চাওয়া হয়। জবাবে Indiatoday.in-কে পানেসর বলেন, ‘ওহ্, এটা দেখার বিষয় হতে চলেছে। সবথেকে কঠিন ফর্ম্যাটের ম্যাচে দুই সেরা ক্রিকেটার পরস্পরের বিরুদ্ধে লড়াই চালাবে। তীব্র লড়াই হবে সন্দেহ নেই।’
পানেসর আরও বলেন, ‘আমি মনে করি যে, কোহলির আরও একটা দারুণ সিরিজ কাটতে চলেছে। আমার মনে হয় ও সিরিজে সবথেকে বেশি রান সংগ্রহ করবে।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে পানেসর বলেন, 'যদি মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকে, তবে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড ফ্রন্টফুটে থাকবে। তবে একই সঙ্গে সাউদাম্পটনের নিকাশি ব্যবস্থাও দারুণ। ম্যাচ যদি চতুর্থ বা পঞ্চম দিনে গড়ায়, তবে ভারতের জয়ের দারুণ সম্ভাবনা থাকবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।