আড়াই বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরির দেখা নেই। কোহলি শেষবার শতরান করেছিলেন ২০১৯ সালের নভেম্বরে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে দিন-রাতের টেস্টে। তার পর থেকে কোনও পর্যায়ের ক্রিকেটে কোনও ফর্ম্যাটেই তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি তিনি।
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ কোহলির অনুরাগীরা সকলেই চাইছেন এশিয়া কাপের মঞ্চে সেঞ্চুরির খরা কাটিয়ে উঠুন তিনি। তবে ব্যাট হাতে শতরান করতে পারুন না পারুন, পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচে মাঠে নামা মাত্রই অন্য একটি ক্ষেত্রে বিরল সেঞ্চুরি করবেন বিরাট।
আসলে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচটি হতে চলেছে বিরাট কোহলির কেরিয়ারের ১০০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। সুতরাং, বাবর আজমদের বিরুদ্ধে মাঠে নামা মাত্রই আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার সেঞ্চুরি করবেন কোহলি।
উল্লেখযোগ্য বিষয় হল, কোহলির মতো শাকিব আল হাসানও এখনও পর্যন্ত ৯৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। তাই তিনিও এশিয়া কাপে মাঠে নামা মাত্রই ১০০ ম্যাচের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন।
কোহলি ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলবেন। তাঁর আগে কেবল রোহিত শর্মা এমন কৃতিত্ব অর্জন করেছেন। সার্বিকভাবে সব থেকে বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার রেকর্ড রয়েছে রোহিতের নামেই। তিনি এখনও পর্যন্ত ১৩২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন।
এখনও পর্যন্ত মোট ১৩ জন ক্রিকেটারের দেশের হয়ে ১০০টি টি-২০ খেলার কৃতিত্ব রয়েছে। কোহলি ১৪তম ক্রিকেটার হিসেবে অভিজাত ক্লাবে যোগ দেবেন। রোহিত ছাড়া দেশের হয়ে ১০০টি বা তারও বেশি টি-২০ খেলেছেন শোয়েব মালিক (১২৪), মার্টিন গাপ্তিল (১২১), মাহমুদুল্লাহ (১১৯), মহম্মদ হাফিজ (১১৯), ইয়ন মর্গ্যান (১১৫), পল স্টার্লিং (১১৪), কেভিন ও'ব্রায়েন (১১০), জর্জ ডকরেল (১০৫), ডেভিড মিলার (১০৪), রস টেলর (১০২), কায়রন পোলার্ড (১০১) ও মুশফিকুর রহিম (১০০)।
আরও পড়ুন:- The Hundred: একেই বলে দুর্ভাগ্য, বোলার ক্যাচ মিস করায় আউট নন-স্ট্রাইকার ব্যাটার, ভিডিয়ো
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তিনি ৯৯ ম্যাচের ৯১টি ইনিংসে ৩৩০৮ রান সংগ্রহ করেছেন। কোনও সেঞ্চুরি না করলেও বিরাট সংক্ষিপ্ত ফর্ম্যাটে হাফ-সেঞ্চুরি করেছেন ৩০টি।
সংক্ষিপ্ত ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি রানের রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিলের দখল। তিনি ১২১ ম্যাচের ১১৭টি ইনিংসে ৩৪৯৭ রান সংগ্রহ করেছেন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। ১৩২ ম্যাচের ১২৪টি ইনিংসে ভারত অধিনায়কের দখলে রয়েছে ৩৪৮৭ রান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।