আন্তর্জাতিক মাতৃ দিবসে জীবনের তিন 'মা'-কে শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি। নিজের মা, স্ত্রী অনুষ্কা শর্মার মা এবং মেয়ে ভামিকার মা তথা অনুষ্কাকে সেই বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) ওপেনার। যে পোস্ট নেটিজেনদের মন জিতে নিয়েছে। কেউ কেউ আবার বলেন, ‘বিরাট ভাই, আপনাকে নিয়ে আপনার মা নিশ্চয়ই অত্যন্ত গর্বিত। কারণ উনি কিং (কোহলির) মা। ’
রবিবার বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃ দিবস পালিত হচ্ছে। আইপিএলের ব্যস্ত সময়সূচির মধ্যেই নিজের জীবনের নিজের তিন 'মা'-কে শুভেচ্ছা জানাতে ভোলেননি বিরাট। ইনস্টাগ্রামে তিন ‘মা’-র তিনটি ছবি পোস্ট করেন। সঙ্গে স্ত্রী তথা নিজের মেয়ের 'মা' অনুষ্কাকে ট্যাগ করে ভারতীয় দলের তারকা ক্রিকেটার লেখেন, ‘শুভ আন্তর্জাতিক মাতৃদিবস।’ ওই ক্যাপশনে তিনটি ‘লাভ’ ইমোজিও দেন আরসিবির তারকা।
আরও পড়ুন: IPL 2023: বিরাট কোহলির সঙ্গে খেলাটা বড় স্বপ্নপূরণ হয়েছে লোমরোর, উচ্ছ্বসিত তারকার মা-বাবা
নিজের পোস্টের প্রথমেই স্ত্রী অনুষ্কা এবং মেয়ে ভামিকার ছবি পোস্ট করেন বিরাট। তারপর নিজের মা ও শাশুড়ির একটি কোলাজ ছবি পোস্ট করেন। সেখানে বিরাটের মা এবং অনুষ্কার মা'কে একসঙ্গে একটি আনন্দের মুহূর্তে দেখা গিয়েছে। কোনও অনুষ্ঠানে হয়ত বিরাটের দুই ‘মা’ ভালো মুহূর্ত কাটাচ্ছিলেন। দু'জনের সম্পর্কের বাঁধন যে কতটা মজবুত, সেটাও ওই ছবি থেকে বোঝা গিয়েছে।
আর তৃতীয় যে ছবিটা পোস্ট করেন বিরাট, সেটা দুটি মুহূর্তের কোলাজ ছিল। ওই কোলাজ ছবিতে নিজের মায়ের সঙ্গে বিরাটকে দারুণ মেজাজে দেখা গিয়েছে। বিরাট সম্ভবত মায়ের সঙ্গে কোমর দোলাচ্ছিলেন। আর নিজের মা'কে জড়িয়ে থাকতে দেখা গিয়েছে অনুষ্কাকে। দুটি ছবিই যে কোনও একটি বিশেষ দিনে তোলা হয়েছে, তা দেখে বোঝা গিয়েছে। তবে কবে সেই ছবি তোলা হয়েছে, তা স্পষ্ট নয়।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)