সময়ই সব কিছু বদলে দেয়, তা জীবন হোক কী ক্রীড়াক্ষেত্র। এক সময় যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বারংবার নিজের প্রিয় বলে এসেছেন, এখন সেই রোনাল্ডোরই বর্তমান দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের চিরপ্রতিদ্বন্দ্বী সিটির হাতে খেতাব দেখতে চান বিরাট কোহলি। একেবারে সোশ্যাল মিডিয়ায় সিটি ম্যানেজার পেপ গুয়ার্দিওলাকে সরাসরি শুভেচ্ছা জানিয়ে পুনরায় খেতাব ‘ঘরে’ নিয়ে আসার আর্জি জানালেন ভারতীয় টেস্ট অধিনায়ক।
সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের আপলোড করা এক ভিডিয়োয় ইংরেজি ও পাঞ্জাবি মিলিয়ে ম্যান সিটি তথা পেপ গুয়ার্দিওলাকে শুভেচ্ছা জানান কোহলি। প্রথমে ইংরেজিতে তিনি বলেন, ‘পেপ, আশা করছি তুমি ভাল আছ। গত মরশুমটা দারুণ ছিল এবং এই মরশুমের শুরুটাও দারুণভাবে করেছো তোমার।’ এরপরেই পাঞ্জাবিতে কোহলির আর্জি, ‘পেপ দারুণ কাজ করছ তুমি। এ বছরও কিন্তু খেতাবটা ঘরে নিয়েই ফিরতে হবে।’
আইপিএল চলাকালীন গুয়ার্দিওলাও বিরাট কোহলি তথা তাঁর নেতৃত্বাধীন ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে অনেকটা একইরকমভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন। আদপে কোহলির সঙ্গে যে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা চুক্তিবদ্ধ, তারাই আবার পেপ গুয়ার্দিওলার ম্যানেজ করা ম্যান সিটিরও শার্ট স্পনসর। এই ক্ষেত্রেই দুইজনের আলাপ। অতীতে একে অপরের সঙ্গে ভার্চুয়ালি সোশ্যাল মিডিয়ায় কথা বলতেও দেখা গেছে দুইজনকে।
তবে কোহলি বরাবরই রোনাল্ডোকে নিজের প্রিয় খেলোয়াড় বলে এসেছেন। এমনকী অতীতে তিনি জানিয়েওছিলেন রোনাল্ডোর জন্যই প্রথমে ইউনাইটেডকে সমর্থন করলেও তৎকালীন তাঁর প্রিয় রিয়াল মাদ্রিদ। তবে সময় বদলেছে। এখন ইউনাইটেড খেতাব জয়ের ধারেকাছে নেই। তাই অ্যাডের জন্যই হোক না কেন, দল কিন্তু পাল্টে ফেললেন কোহলিও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।