বাংলা নিউজ > ময়দান > বিরাটের সেঞ্চুরি, খাতা খুলতে পারলেন না রায়না

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অনবদ্য সেঞ্চুরি করলেন বিরাট সিং। ঝাড়খণ্ডের তরুণ ব্যাটসম্যান সল্টলেকে যাবদপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে অসমের বিরুদ্ধে ১০৩ রান করে অপরাজিত থাকেন। ৫৩ বলের ইনিংসে তিনি ১২টি চার ও ৩টি ছক্কা মারেন।

সৌরভ তিওয়ারি করেন ৩৩ বলে ৫৭ রান। ইশান কিষান আউট হন ২৪ রান করে। ঝাড়খণ্ড ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৩৩ রান তোলে।

জবাবে ব্যাট করতে নেমে অসম ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮২ রানে আটকে যায়। রিয়ান পরাগ ৩৮ বলে ৬৭ রান করেন। তিনি ১টি চার ও ৭টি ছক্কা মারেন। মনু কুমার নেন ৩টি উইকেট। ঝাড়খণ্ড ৫১ রানে ম্যাচ জেতে।

অন্যদিকে, প্রথম ম্যাচে হাফ-সেঞ্চুরি করলেও সুরেশ রায়নার মুস্তাক আলি অভিযান ভালো কাটছে না মোটেও। পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে অপরাজিত ৫৬ রান করেন রায়না। রেলওয়েজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৬ রান করে আউট হন তিনি। এবার জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে খাতা খুলতেই পারলেন না রায়না। উত্তরপ্রদেশ ম্যাচ হারে ৮ উইকেটে।

প্রথমে ব্যাট করে উত্তরপ্রদেশ ২০ ওভারে ৫ উইকেটে ১২৪ রান তোলে। প্রিয়ম গর্গ ৩৫ রান করেন। ১৪ রানে ১টি উইকেট নেন আব্দুল সামাদ।

পালটা ব্যাট করতে নেমে জম্মু-কাশ্মীর ১৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১২৬ রান তুলে ম্যাচ জিতে যায়। সামাদ ৩৫ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন। ভুবনেশ্বর ৩ ওভারে ২২ রান দিয়ে কোনও উইকেট পাননি।

বন্ধ করুন