সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অনবদ্য সেঞ্চুরি করলেন বিরাট সিং। ঝাড়খণ্ডের তরুণ ব্যাটসম্যান সল্টলেকে যাবদপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে অসমের বিরুদ্ধে ১০৩ রান করে অপরাজিত থাকেন। ৫৩ বলের ইনিংসে তিনি ১২টি চার ও ৩টি ছক্কা মারেন।
সৌরভ তিওয়ারি করেন ৩৩ বলে ৫৭ রান। ইশান কিষান আউট হন ২৪ রান করে। ঝাড়খণ্ড ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৩৩ রান তোলে।
জবাবে ব্যাট করতে নেমে অসম ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮২ রানে আটকে যায়। রিয়ান পরাগ ৩৮ বলে ৬৭ রান করেন। তিনি ১টি চার ও ৭টি ছক্কা মারেন। মনু কুমার নেন ৩টি উইকেট। ঝাড়খণ্ড ৫১ রানে ম্যাচ জেতে।
অন্যদিকে, প্রথম ম্যাচে হাফ-সেঞ্চুরি করলেও সুরেশ রায়নার মুস্তাক আলি অভিযান ভালো কাটছে না মোটেও। পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে অপরাজিত ৫৬ রান করেন রায়না। রেলওয়েজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৬ রান করে আউট হন তিনি। এবার জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে খাতা খুলতেই পারলেন না রায়না। উত্তরপ্রদেশ ম্যাচ হারে ৮ উইকেটে।
প্রথমে ব্যাট করে উত্তরপ্রদেশ ২০ ওভারে ৫ উইকেটে ১২৪ রান তোলে। প্রিয়ম গর্গ ৩৫ রান করেন। ১৪ রানে ১টি উইকেট নেন আব্দুল সামাদ।
পালটা ব্যাট করতে নেমে জম্মু-কাশ্মীর ১৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১২৬ রান তুলে ম্যাচ জিতে যায়। সামাদ ৩৫ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন। ভুবনেশ্বর ৩ ওভারে ২২ রান দিয়ে কোনও উইকেট পাননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।