কিংবদন্তি ভারতীয় দাবাড়ু বিশ্বনাথন আনন্দ, বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশকে রবিবার গানের তালে কোমর দোলাতে দেখা গেল। যেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দাবা খেলার বাইরে তাঁদের এই রূপ আগে কখনও দেখেনি নেটিজেনরা। তামিলদের নববর্ষ হিসেবে পালিত হয় পোঙ্গাল। যা শুরু হবে ১৪ জানুয়ারি থেকে, অনুষ্ঠান চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। তার আগেই এক অনুষ্ঠানে মিলিত হয়েছিলেন এই দাবাড়ুরা। গুকেশ, আনন্দ ছাড়াও উপস্থিত ছিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ এবং বিদিত গুজরাটি। এদিন প্রত্যেককেই ট্র্যাডিশনাল তামিল পোশাকে দেখা যায়। দাবার বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছেন এই দাবাড়ুরা। বিশ্বনাথন আনন্দ পরবর্তী অধ্যায়ে বেশ দাপটের সঙ্গে নিজেদের নাম প্রতিষ্ঠিত করেছেন গুকেশরা।
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে বিশ্বনাথন আনন্দ, ডি গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দ এবং বিদিত গুজরাটি এক লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তারপর তাঁদের স্থানীয় ভাষায় গান চালু হলে সেই গানের সঙ্গে নাচ করতে দেখা যায় তাঁদের। খুব বেশিক্ষণের ভিডিয়ো না হলেও তা দেখে মজা পেয়েছেন নেটিজেনরা। নাচের শেষে হাসিতে গড়াগড়ি খেতে দেখা যায় গুকেশদের।
২০২৪ সালটা দাবার জন্য বেশ ভালো কেটেছে ভারতের। কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সারা জাগিয়েছেন তিনি। চিনের ডিং লিরেনকে ৭.৫-৬.৫ ফলাফলের ব্যবধানে পরাজিত করে ১৮ বছর বয়সে দাবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে নজির গড়েছেন গুকেশ। ১১ বছর বয়স থেকেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। এছাড়াও ২০২৪ সালে বুডাপেস্টে ৪৫ তম চেস অলিম্পিয়াডে রেকর্ড গড়ে ভারত। সোনা জেতে ভারতের পুরুষ এবং মহিলা দল। এবারই প্রথমবার চেস অলিম্পিয়াডে সোনা জিতল ভারত। ফাইনাল রাউন্ডে স্লোভেনিয়াকে পরাজিত করে শীর্ষস্থান দখল করে ভারতের পুরুষ চেস দল। জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দাবাড়ু ডি গুকেশ, অর্জুন এরিগাইসি এবং আর প্রজ্ঞানন্দ।
এদিকে গুরু বিশ্বনাথন আনন্দকে পরাজিত করে নতুন ইতিহাস তৈরি করেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। ২০২৪-এ লন্ডনে আয়োজিত WR মাস্টার্সে মুখোমুখি হয়েছিলেন এই দুই দাবাড়ু। WR চেস মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন এবং ভারতীয় দাবা জগতের কিংবদন্তি বিশ্বনাথন আনন্দকে পরাস্ত করেন প্রজ্ঞানন্দ। ২০২৫ সালে এসেও বিশ্ব মঞ্চে নিজেদের আধিপত্য ধরে রাখতে চাইবেন এই তরুণ দাবাড়ুরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।