বাংলা নিউজ > ময়দান > তিন মাস জার্মানিতে আটকে থাকার পর দেশে ফিরলেন বিশ্বনাথন আনন্দ, স্বস্তিতে পরিবার

তিন মাস জার্মানিতে আটকে থাকার পর দেশে ফিরলেন বিশ্বনাথন আনন্দ, স্বস্তিতে পরিবার

স্ত্রী'র সঙ্গে বিশ্বনাথন আনন্দ। ছবি- টুইটার।

এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে বেঙ্গালুরুতে পৌঁছন বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু।

অবশেষে স্বস্তির নিঃশ্বাস বিশ্বনাথন আনন্দের পরিবারে। স্বস্তিতে আনন্দ নিজেও। তিন মাসেরও বেশি সময় জার্মানিতে আটকে থাকার পর শেষমেশ দেশে ফিরলেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু।

চেস বুন্দেশলিগায় অংশ নিতে গত ফেব্রুয়ারিতে জার্মানি উড়ে গিয়েছিলেন আনন্দ। করোনা মহামারির জন্য টুর্নামেন্ট বাতিল হলেও দেশে ফিরতে পারেননি তিনি। সংক্রমণ ঠেকাতে জার্মানিতে লকডাউন জারি হয়। পরে ভারত সরকারও আন্তর্জাতিক উড়ান পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করে। ফলে ফ্রাঙ্কফুটের কাছে নিজের আবাসনে আটকে পড়েন ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার।

শেষমেশ ভারতে চতুর্থ পর্বের লকডাউনের মাঝেই বিধিনিষেধ শিথিল হাওয়ায় দেশে ফেরার রাস্তা খুলে যায় আনন্দের সামনে। আনন্দের স্ত্রী অরুণা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, শুক্রবার রাতেই ফ্রাঙ্কফুর্টে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে চড়ে বসেন তাঁর স্বামী। দিল্লি হয়ে শনিবার দুপুর ১টা ১৫ নাগাদ বেঙ্গালুরুতে পৌঁছন রাজীব খেলরত্ন জয়ী তারকা ক্রীড়াবিদ।

সরকারি নিয়ম মতো বেঙ্গালুরুর হোটেলে ৭ দিনের বাধ্যতামূলক ইনস্টিটিউশনাল কোয়ারান্টাইনে থাকবেন আনন্দ। তার পর করোনা পরীক্ষায় নেগেটিভ হলে তবেই বাড়ি যাওয়ার অনুমতি পাবেন। যদিও চেন্নাইয়ে নিজের বাড়িতে গিয়েও ১৪ দিনের হোম কোয়ারান্টাইনে থাকতে হবে কিংবদন্তি দাবাড়ুকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন