বর্তমান নাইট তারতা স্যাম বিলিংস ব্যাট হাতে ব্যর্থ হলেন। তবে ভাইটালিটি ব্লাস্টে ঝোড়ো শতরান করে ম্যাচ জেতালেন কেকেআরের প্রাক্তন ক্রিকেটার জো ডেনলি।
ক্যান্টারবেরিতে কেন্টের সঙ্গে ম্যাচ ছিল মিডলসেক্সের। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে কেন্ট। ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ডেনলি ১১০ রান করে আউট হন। ৫৮ বলের ঝকঝকে ইনিংসে ডেনলি ৯টি চার ও ৬টি ছক্কা মারেন। উল্লেখ্য ২০১৯ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে চাপান জো। যদিও মাত্র ১টি ম্যাচেই মাঠে নামার সুযোগ হয়েছিল তাঁর।
মিডলসেক্সের বিরুদ্ধে এই ম্যাচে মাত্র ৫ রান করে আউট হন কেন্ট দলনায়ক স্যাম বিলিংস, যিনি বর্তমানে নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ সদস্য। এছাড়া জর্ডন কক্স করেন ৪৫ রান। কেন্ট নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৯২ রান তোলে। মার্টিন অ্যান্ডারসন ও ক্রিস গ্রিন ৩টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে মিডলসেক্স ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩৭ রানে আটকে যায়। স্টিফেন করেন ৩০ রান। ২৯ রানে অপরাজিত থাকেন লিউক হলম্যান। জ্যাক লিনিং ৩টি এবং জর্জ লিন্ডে ও গ্র্যান্ট স্টুয়ার্ট ২টি করে উইকেট দখল করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।