আইপিএলে একেবারেই ছন্দে ছিলেন না কায়রন পোলার্ড। ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অভিযান শেষ করে ভাইটালিটি ব্লাস্টের আঙিনায় পা দিয়েছেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। যদিও সারের হয়ে সব ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি তাঁর।
পোলার্ড প্রথম দু'টি ম্যাচে মাঠে নেমে যথাক্রমে ১৪ ও অপরাজিত ১২ রান করেন। উইকেট নেন সাকুল্যে ১টি। কয়েকটা ম্যাচে মাঠের বাইরে থাকার পরে পুনরায় সারের জার্সিতে মাঠে ফেরেন পোলার্ড। অবশেষে তাঁকে চেনা মেজাজে দেখা যায়।
ওভালে সাসেক্সের বিরুদ্ধে মাঠে নামে সারে। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সাসেক্স। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪৬ রান সংগ্রহ করে। টম আলসপ ৩৮, ফিন হাডসন ৪৯ ও হ্যারিসন ওয়ার্ড ৩১ রান করেন।
সুনীল নারিন যথারীতি কৃপণ বোলিং করেন। তিনি ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। পোলার্ড ১ ওভার বল করে ৬ রান খরচ করেন। তবে কোনও উইকেট পাননি তিনি। ক্রিস জর্ডন নেন ২টি উইকেট।
পালটা ব্যাট করতে নেমে সারে ১৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৭ রান তুলে নেয়। জেসন রয় ৫০ ও উইল জ্যাকস ৫৭ রান করেন। পোলার্ড ফিনিশারের ভূমিকা পালন করেন। তিনি ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। ওবেদ ম্যাকয় ২টি উইকেট দখল করেন। ২১ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে সারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।