বাংলা নিউজ > ময়দান > খাঁটি সোনা! ১৭ বছরের স্পিনারের হাত থেকে এমন অবিশ্বাস্য গুগলি ডেলিভারির ভিডিয়ো না দেখলে মিস করবেন

খাঁটি সোনা! ১৭ বছরের স্পিনারের হাত থেকে এমন অবিশ্বাস্য গুগলি ডেলিভারির ভিডিয়ো না দেখলে মিস করবেন

দুর্দান্ত গুগলি রেহানের। ছবি- স্ক্রিনগ্র্যাব।

ভাইটালিটি ব্লাস্টে লেস্টারশায়ারের লেগ-স্পিনার রেহান আহমেদের ঘূর্ণিতে কাত ডারহ্যাম।

বয়স মাত্র ১৭। ইংল্যান্ডের টিনএজার লেগ-স্পিনার এখনই যতটা সম্ভাবনা দেখাচ্ছেন, তাতে ভবিষ্যতের মহাতারকা হয়ে ওঠার সব রসদ চোখে পড়ছে রেহান আহমেদের মধ্যে।

ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের লেগ-স্পিনার রেহান আহমেদ ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে কার্যত একার হাতে কাত করলেন ডারহ্যামের ব্যাটিং লাইনআপকে। চার উইকেট নিয়ে তিনি একতরফা জয় এনে দেন লেস্টারশায়ারকে।

বিশেষ করে নেড ও অ্যান্ড্রু টাইকে যে দু'টি গুগলি ডেলিভারিতে বোল্ড করেন রেহান, ক্রিকেটপ্রেমীদের কাছে তা খাঁটি সোনা হিসেবেই বিবেচিত হতে পারে। দু'টি ডেলিভারির কোনও কুলকিনারা খুঁজে পাননি ব্যাটসম্যানরা।

চেস্টার-লে-স্ট্রিটে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে লেস্টারশায়ার। তারা ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫৭ রান সংগ্রহ করে। ৩৩ বলে ৫৪ রান করেন উইয়ান মাল্ডার। এছাড়া নিক ৩৭ ও ঋষি প্যাটেল ২২ রান করে আউট হন। ৩৮ রানে ৫ উইকেট নেন অ্যান্ড্রু টাই।

আরও পড়ুন:- Vitality Blast: এবার বিলেতেও পুষ্পা জ্বর, উইকেট নিয়ে মহম্মদ আমিরের 'ভাইরাল' সেলিব্রেশনের ভিডিয়ো দেখুন

আরও পড়ুন:- Vitality Blast: পাক সতীর্থর লড়াই ব্যর্থ করে ডার্বিশায়ারকে জেতালেন শান মাসুদ

পালটা ব্যাট করতে নেমে ডারহ্যাম ১৬.৪ ওভারে ১০৬ রানে অল-আউট হয়ে যায়। পল কাফলিন ২২ রান করেন। অ্যাস্টন টার্নার করেন ১২ রান। রেহান ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ২টি উইকেট নেন মাল্ডার। লেস্টার ৫১ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে। ব্যাটে-বলে সফল উইয়ান মাল্ডার ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন