বাংলা নিউজ > ময়দান > ৬,৬,৪,৬,৬,৬, একটুর জন্য যুবরাজদের ছয় ছক্কার রেকর্ড ছোঁয়া হল না রিলির: ভিডিয়ো

৬,৬,৪,৬,৬,৬, একটুর জন্য যুবরাজদের ছয় ছক্কার রেকর্ড ছোঁয়া হল না রিলির: ভিডিয়ো

ছক্কা হাঁকাচ্ছেন রিলি। ছবি- গেটি।

ভাইটালিটি ব্লাস্টের কোয়ার্টার ফাইনালে ডার্বিশায়ারের বিরুদ্ধে ব্যাট হাতে তাণ্ডব চালান সামারসেটের রিলি রসৌ।

টি-২০ ক্রিকেটে ফের একবার ৬ বলে ৬টি বাউন্ডারির সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। যদিও ৬ বলে ৬টি ছক্কা মারার নজির গড়া হল না রিলি রসৌয়ের। অল্পের জন্য যুবরাজ সিংদের সঙ্গে একাসনে বসে পড়া হল না প্রোটিয়া তারকার।

ডার্বিশায়ারের বিরুদ্ধে ভাইটালিটি ব্লাস্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে সামারসেটের হয়ে ব্যাট করতে নেমে রীতিমতো তাণ্ডব চালান রসৌ। তিনি ম্যাচের প্রথম ইনিংসের ১৫তম ওভারে ম্যাটি ম্যাককিয়েরনানের বলে ৫টি ছক্কা ও ১টি চার মারেন। ওভারে ১টি নো-বল হয়, যাতে ব্যাটে কোনও রান ওঠেনি। সুতরাং, ম্যাটির সেই ওভারে ৩৪ রান সংগ্রহ করেন রসৌ। নো-বলের ১ রান মিলিয়ে ওভারে মোট ৩৫ রান ওঠে।

আরও পড়ুন:- রেকর্ড রান তুলে রেকর্ড ব্যবধানে ম্যাচ জয়, রিলি-ব্যান্টনের ব্যাটিং তাণ্ডবে সেমিফাইনালে সামারসেট

ম্যাটির প্রথম ২টি বলে পরপর ২টি ছক্কা মারেন রসৌ। তৃতীয় বলে চার মারেন তিনি। পরে একটি নো-বল হয়। ওভারের শেষ ৩টি বলে ৩টি ছক্কা হাঁকান রিলি। সেই ওভারে যথাক্রমে ৬, ৬, ৪, নো বল, ৬, ৬ ও ৬ রান ওঠে।

সামারসেট ইনিংসের ১৮তম ওভারে বেনের বলে টম ল্যামনবি টানা ৫টি বাউন্ডারি মারেন। সেই ওভারে যথাক্রমে ১, ওয়াইড, ৪, ৪, ৬, ৪ ও ৬ রান ওঠে। রিলি রসৌ মাত্র ৩৬ বলে ৯৩ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে মাঠ ছাড়েন। তিনি ৮টি চার ও ৭টি ছক্কা মারেন। শেষবেলায় টম ল্যামনবি ৯ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন। এছাড়া টম ব্যান্টন ৪১ বলে ৭৩ রান করেন। তিনি ৪টি চার ও ৬টি ছক্কা মারেন।

আরও পড়ুন:- ভিডিয়ো: রিলে ক্যাচ অনেক দেখেছেন, সল্টকে ফেরাতে পেপারের মতো এমন দুর্দান্ত ফিল্ডিং আগে দেখেননি নিশ্চিত

সামারসেট নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৬৫ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। জবাবে ব্যাট করতে নেমে ডার্বিশায়ার ১১.২ ওভারে মাত্র ৭৪ রানে অল-আউট হয়ে যায়। ১৯১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেয় সামারসেট।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন