আইপিএল থেকে দেশে ফিরেই টি-২০ ব্লাস্টে মাঠে নেমে পড়েন লিয়াম লিভিংস্টোন। ব্যাটে-বলে প্রথম ম্যাচ থেকেই দলের পারফর্ম্যান্সে নিজের অবদান রাখছেন ব্রিটিশ তারকা। মঙ্গলবার নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে ব্যাট হাতে ৩০ রান ও বল হাতে ৩টি উইকেট সংগ্রহ করে ল্যাঙ্কাশায়ারকে ম্যাচ জিতিয়েছিলেন লিয়াম। বুধবার ডার্বিশায়ারের বিরুদ্ধে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান তিনি। বল হাতেও তুলে নেন উইকেট।
ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ল্যাঙ্কাশায়ার। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২১৯ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। মাত্র ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লিভিংস্টোন। শেষমেশ ৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি।
আরও পড়ুন:- Vitality Blast: ব্যাটে-বলে দুর্দান্ত লিভিংস্টোন, T20 ব্লাস্টে দাপুটে জয় ল্যাঙ্কাশায়ারের
৪টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ২২ রানের কার্যকরী অবদান রাখেন টিম ডেভিড। এছাড়া ফিল সল্ট ১৯, কিটন জেনিংস ৩৪, ডেন ভিলাস ৩৪ ও স্টিভেন ক্রফট ২৮ রানের যোগদান রাখেন।
জবাবে ব্যাট করতে নেমে ডার্বিশায়ারও দু'শোর গণ্ডি টপকে যায়। যদিও লক্ষ্যের কাছাকাছি গিয়েও থামতে হয় শান মাসুদদের। তারা ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০২ রানে আটকে যায়। ১৭ রানে ম্যাচ জেতে ল্যাঙ্কাশায়ার।
লুইস রিস ৫৫ ও ওয়েনি ম্যাডসেন ৫৯ রান করেন। ল্যাঙ্কাশায়ারের হয়ে ২টি উইকেট নেন টম হার্টলি। লিভিংস্টোন ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ১টি উইকেট পকেটে পোরেন।