ভাইটালিটি ব্লাস্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল এসেক্স। তবে ব্যাট করতে নেমে এসেক্সের কোনও প্লেয়ারই খুব দুরন্ত খেলেছেন, এমন নয়। যার নিট ফল, নির্দিষ্ট ৫ উইকেটে ১৬১ রান করে এসেক্স। তবে শেষ রক্ষা হয়নি। এই রান সহজেই তুলে ম্যাচ জিতে নিয়েছে ল্যাঙ্কাশায়ার।
এসেক্সের মাইকেল পেপার সর্বোচ্চ ৩৬ রান করেন। এ ছাড়া পল ওয়ালটার ৩৪ রান করেছেন। এ ছাড়া অ্যাসাম রোসিংটন ওপেন করতে নেমে ২৫ করেছিলেন। আর সাত নম্বরে ব্যাট করতে নেমে ড্যানিয়েল সামস ২৫ করে অপরাজিত ছিলেন। বাকিরা অবশ্য ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি।
আরও পড়ুন: হ্যাম্পশায়ার ঝড়ে পতন ব্র্যাথওয়েটের বার্মিংহামের, ১০৪ রানে জয়
ল্যাঙ্কাশায়ারের লিউক উড ২টি উইকেট নিয়েছেন, ১টি করে উইকেট নিয়েছেন টম হার্টলে, ড্যানি ল্যাম, লিক ওয়েলস।
আরও পড়ুন: Vitality blast-ব্যর্থ নারিন, শেষ ওভারে পাঁচ রান করতে না পেরে বিদায় সারের
জবাবে ব্যাট করতে নেমে স্টিভেন ক্রফ্টের ধামাকাদার ৪৮ বলে অপরাজিত ৭৬ এবং অধিনায়ক ড্যান ভিলাসের ২৩ বলে ৫১ রানের হাত ধরে সহজ জয় ছিনিয়ে নেয় ল্যাঙ্কাশায়ার। যদিও দলের ৬ রানে প্রথম উইকেট হারিয়ে সাময়িক চাপে পড়ে গিয়েছিল ল্যাঙ্কাশায়ার। তবে সেই বাধা কাটিয়ে ২৬ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ল্যাঙ্কাশায়ার। এসেক্সের ম্যাট ক্রিচলে এবং সিমন হারমার ১টি করে উইকেট নিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।