কায়রন পোলার্ড মাঠে নামেননি। তবে সারের হয়ে ফের ব্যাটে-বলে কার্যকরী অবদান রাখলেন সুনীল নারিন। কেকেআরের জার্সিতে আইপিএলে পরিচিত ছন্দে ধরা দিতে পারেননি ক্যারিবিয়ান তারকা। ভাইটালিটি ব্লাস্টে রং ছড়াচ্ছেন তিনি।
হ্যাম্পশায়ারের বিরুদ্ধে গত ম্যাচে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেছিলেন নারিন। সঙ্গে নিয়েছিলেন ১টি উইকেট। এবার কেন্টের বিরুদ্ধে ব্যাট হাতে আগ্রাসী মেজাজে ২৫ রান করেন সুনীল। ১৯ বলের ইনিংসে তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। পরে অত্যন্ত কৃপণ বোলিং করার পাশাপাশি তুলে নেন ১টি উইকেট। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করেন নারিন।
ম্যাচে কেন্টকে ৩২ রানে পরাজিত করে সারে। প্রথমে ব্যাট করে সারে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৯ রান সংগ্রহ করে। জেসন রয় ২৩, স্যাম কারান ৪৩, লরি ইভান্স ১৯, জেমি ওভার্টন ২৭ ও জর্ডন ক্লার্ক অপরাজিত ১১ রান করেন।
পালটা ব্যাট করতে নেমে কেন্ট ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রানে আটকে যায়। জো ডেনলি ৪৪, স্যাম বিলিংস ১৬ রান করেন। ২৪ রানে ৩টি উইকেট নেন রিস টপলি। ২টি উইকেট নিয়েছেন ক্রিস জর্ডন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।