বাংলা নিউজ > ময়দান > KKR-এর হয়ে রং ছড়াতে পারেননি, তবে T20 ব্লাস্টে ব্যাটে-বলে ম্যাচ জেতাচ্ছেন নারিন

KKR-এর হয়ে রং ছড়াতে পারেননি, তবে T20 ব্লাস্টে ব্যাটে-বলে ম্যাচ জেতাচ্ছেন নারিন

সুনীল নারিন। ছবি- সারে।

IPL 2022-তে ব্যাট হাতে পুরোপুরি ফ্লপ ছিলেন সুনীল নারিন। তুলনায় কৃপণ বোলিং করলেও KKR-এর হয়ে খুব বেশি উইকেট তুলতে পারেননি ক্যারিবিয়ান স্পিনার।

কায়রন পোলার্ড মাঠে নামেননি। তবে সারের হয়ে ফের ব্যাটে-বলে কার্যকরী অবদান রাখলেন সুনীল নারিন। কেকেআরের জার্সিতে আইপিএলে পরিচিত ছন্দে ধরা দিতে পারেননি ক্যারিবিয়ান তারকা। ভাইটালিটি ব্লাস্টে রং ছড়াচ্ছেন তিনি।

হ্যাম্পশায়ারের বিরুদ্ধে গত ম্যাচে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেছিলেন নারিন। সঙ্গে নিয়েছিলেন ১টি উইকেট। এবার কেন্টের বিরুদ্ধে ব্যাট হাতে আগ্রাসী মেজাজে ২৫ রান করেন সুনীল। ১৯ বলের ইনিংসে তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। পরে অত্যন্ত কৃপণ বোলিং করার পাশাপাশি তুলে নেন ১টি উইকেট। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করেন নারিন।

আরও পড়ুন:- Vitality Blast 2022: ৩৩ বলে ৯১ রান! IPL নিলামে KKR-র নেওয়া ওপেনার ঝড় তুললেন ভাইটিলিটি ব্লাস্টে

ম্যাচে কেন্টকে ৩২ রানে পরাজিত করে সারে। প্রথমে ব্যাট করে সারে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৯ রান সংগ্রহ করে। জেসন রয় ২৩, স্যাম কারান ৪৩, লরি ইভান্স ১৯, জেমি ওভার্টন ২৭ ও জর্ডন ক্লার্ক অপরাজিত ১১ রান করেন।

আরও পড়ুন:- Vitality Blast: থামানো যাচ্ছে না লিভিংস্টোনকে, T20 ব্লাস্টে ঝড়ের গতিতে হাফ-সেঞ্চুরি করলেন লিয়াম

পালটা ব্যাট করতে নেমে কেন্ট ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রানে আটকে যায়। জো ডেনলি ৪৪, স্যাম বিলিংস ১৬ রান করেন। ২৪ রানে ৩টি উইকেট নেন রিস টপলি। ২টি উইকেট নিয়েছেন ক্রিস জর্ডন।

বন্ধ করুন