যুবভারতী ক্রীড়াঙ্গন তথা বাংলার মুকুটে যুক্ত হল নয়া পালক। এবার আন্তর্জাতিক হকি ম্যাচ আয়োজনের ছাড়পত্র পেল সল্টলেক স্টেডিয়াম। যুবভারতীতে যেখানে ফুটবলের ট্রেনিং গ্রাউন্ড রয়েছে, তার পাশেই হকির অ্যাস্টোটার্ফ। রয়েছে দর্শক আসনও। এবার সেটাই ম্যাচ আয়োজনের ছাড়পত্র পেল আন্তর্জাতিক হকি সংস্থা এফআইএইচ-এর তরফে। এতদিন হকি বলতেই উঠে আসতো ভুবনেশ্বর, রৌরকেল্লার মতো স্টেডিয়ামগুলির নাম, এবার তাদের পাশে জায়গা করে নিল যুবভারতী। এখন থেকে বাংলার মানুষও নিজেদের ঘরের মাঠে আন্তর্জাতিক হকি ম্যাচের মজা উপভোগ করতে পারবে।
রবিবার হকি ইন্ডিয়ার তরফে তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি সম্পর্কে পোস্ট করা হয়। যেখানে জানানো হয়েছে, আন্তর্জাতিক হকি ফেডারেশনের তরফে ‘ক্যাটাগরি টু’ সার্টিফিকেট পেয়েছে যুবভারতী। এর অর্থ হল এবার থেকে যুবভারতীতে আন্তর্জাতিক হকি ম্যাচ আয়োজন করতে আর সমস্যা থাকছে না। হকি ইন্ডিয়া তাদের পোস্টে লিখেছে, ‘অভিন্দন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সল্টলেক, এফআইএইচ-এর তরফে ‘ক্যাটাগরি টু’ সার্টিফিকেট পাওয়ার জন্য। হকির প্রসারের ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ।’
এফআইএইচ-এর ফিল্ড সার্টিফিকেশন অনুযায়ী ক্যাটাগরি ওয়ান এবং টু সার্টিফিকেট হয়ে থাকে। ক্যাটাগরি ওয়ান সার্টিফিকেটের অর্থ হল, স্টেডিয়ামটি টপ লেভেলের আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম। অন্যদিকে ক্যাটাগরি টু সার্টিফিকেটের অর্থ হল টপ লেভেলের জাতীয় টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে সক্ষম। যুবভারতীকে ‘ক্যাটাগরি টু’ সার্টিফিকেট দেওয়া প্রসঙ্গে এফআইএইচ বিবৃতি দিয়ে বলেছে, ‘এফআইএইচ এটি নিশ্চিত করছে যে ক্যাটাগরি টু সার্টিফিকেট পাওয়ার জন্য যা কিছুর প্রয়োজনীয়তা রয়েছে তা এই হকি ফিল্ডে রয়েছে এবং বিষয়টি পরীক্ষিত।’
সম্প্রতি, হকি ইন্ডিয়া লিগ চ্যাম্পিয়ন হয় বাংলার রাঢ় বেঙ্গল টাইগার্স। তাদেরও আশা রয়েছে নিজের রাজ্যের দর্শকদের সামনে খেলার। সেই মতো হয়তো এবার হকি ইন্ডিয়া লিগও আয়োজিত হতে দেখা যেতে পারে বাংলায়। একই সঙ্গে ভারতের জার্সি গায়ে মনবীর, হরমনপ্রীতদের খেলা দেখার সুযোগও পেতে পারে বঙ্গবাসী। তবে এখনই নয়, আরও কিছুটা অপেক্ষা করতে হতে পারে তাদের। এই মুহূর্তে স্টেডিয়ামের পুরো কাজ সম্পন্ন হয়নি বলেই জানা যাচ্ছে। তবে শুধু যুবভারতী নয়, রায়পুর, রাঁচি, চেন্নাই এবং নয়াদিল্লিও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ছাড়পত্র পেয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।