কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস বা CAS-এ বিশ্বের এক নম্বর টেনিস তারকা জ্যানিক সিনারকে ব্যান করার আবেদন জানাল ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বা WADA। সিনার এর আগে দু’বার ডোপ টেস্টে ব্যর্থ হয়েছিলেন। মার্চ মাসে পরীক্ষায় তাঁর শরীরে নিষিদ্ধ ক্লোস্টবল পাওয়া যায়। কিন্তু এক ইন্ডিপেন্ডেন্ট ট্রাইব্যুনাল তাঁকে খেলা চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেন। সিনার এরপর ইউএস ওপেনে অংশগ্রহণ করেন এবং চ্যাম্পিয়ন হন। বর্তমানে তিনি বেইজিংয়ে রয়েছেন। গতমাসে ইন্টারন্যাশনাল টেনিস ইন্ট্রিগ্রিটি এজেন্সি বা ITIA জানায়, বছরের শুরুর দিকে দু’বার ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার পর সিনার আর কোনও অন্যায় করেননি।
ITIA-কে দেওয়া ব্যাখ্যায় বিশ্বের এক নম্বর টেনিস তারকা বলেছিলেন, তাঁর চোট সারানোর জন্য ফিজিওথেরাপিস্ট একটি স্প্রে ব্যবহার করেছিলেন তার মধ্যেই সেই নিষিদ্ধ পদার্থটি ছিল। সেই সময়ই তা তাঁর শরীরে প্রবেশ করে। পরবর্তীতে সিনারকে ম্যাসাজ এবং স্পোর্টস থেরাপিও দেওয়া হয়েছিল। অন্যদিকে WADA তাদের বিবৃতিতে জানিয়েছে বৃহস্পতিবার বিষয়টি নিয়ে তারা CAS-এ একটি আপিল জানিয়েছেন। WADA মনে করে না সিনারের ‘কোনও দোষ বা অবহেলা নেই’ বিষয়টি আইন অনুযায়ী সঠিক সিদ্ধান্ত। তবে বিষয়টি যেহেতু এখন CAS-এর অধীনে বিচারাধীন রয়েছে তাই তারা আর কোনও মন্তব্য করতে চাননি।
ক্লোস্টবল এক ধরণের অ্যান্যাবলিক এজেন্ট যা সর্বদা WADA-র নিয়ম অনুযায়ী নিষিদ্ধ পদার্থ হিসেবে বিবেচিত হয়। ইউএস ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পরেও সিনারকে এই বিষয়ে বলতে দেখা যায়। তিনি জানান এখনও বিষয়টা ভুলতে পারেননি। টেলর ফ্রিটজকে পরাজিত করে জ্যানিক ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন। এর আগে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জয় করেন সিনার। তিনি বলেন, ‘আমি এখনও বিষয়টা ভুলতে পারেনি। এটা এমন কিছু নয় যা সহজেই ভোলা যাবে। তবে যখন আমি টেনিস কোর্টে থাকি তখন চেষ্টা করি নিজের খেলায় ফোকাস করতে। আমি নিজের সেরাটা দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি। এটা সহজ কাজ নয়, তবে আমি ফোকাস থাকার চেষ্টা করছি’। এই ঘটনা সামনে আসার পর বহু সমালোচনা হয়েছে বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে নিয়ে। অনেক টেনিস খেলোয়াড় মনে করেন জ্যানিক সিনারকে অনৈতিকভাবে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। যা একেবারেই ঠিক নয়।তবে জ্যানিক এসবকে পাত্তা না দিয়ে নিজের খেলার প্রতি নজর দিচ্ছেন। এখন দেখার CAS তাঁকে নিয়ে কী সিদ্ধান্ত গ্রহণ করে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।