শুভব্রত মুখার্জি: ক্রিকেটের নবতম ফর্ম্যাট 'দ্য-হান্ড্রেড'। মাত্র বছর দুই হল এই ফর্ম্যাটের ফ্রাঞ্চাইজি লিগ খেলা শুরু হয়েছে। ১০০ বল করে খেলার সুযোগ পায় দুই দল। আর তাতে নির্ভর করেই নির্ধারিত করা হয় ম্যাচের বিজয়ীকে। এই মুহূর্তে দাঁড়িয়ে ইংল্যান্ডে বসেছে দ্বিতীয় দ্য হান্ড্রেডের আসর। আর সেখানেই এক লজ্জার নজির গড়ে ফেলল ওয়েলস ফায়ার ফ্রাঞ্চাইজি। প্রথম দল হিসেবে তারা গোটা একটা মরশুম জয়হীন থাকল।
আরও পড়ুন… জানেন কি নিজের মৃত্যুর খবর পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা! জাড্ডুর অবাক করা জবাব
চলতি মরুশুমে আট ম্যাচ খেলে আটটিতেই হারের সম্মুখীন হয়েছে ওয়েলস ফায়ার। গতকাল তাদেরকে হারিয়ে দিয়েছে ট্রেন্ট রকেটস। এই জয়ের ফলে লিগ তালিকায় শীর্ষে উঠে এসেছে রকেটস দল। ম্যাচ জিতে এলিমিনিটরে যাওয়াও নিশ্চিত করে ফেলেছে রকেটস। ম্যাচে রকেটস ২৯ রানে হারিয়েছে ফায়ারকে। প্রথমে ব্যাট করে রকেটস করে ১৭২ রান। জবাবে ১৪৩ রানেই আটকে যায় ফায়ার।
আরও পড়ুন… ভিডিয়ো: ফের ব্যাট হাতে নেমে পড়লেন সচিন! দেখুন তেন্ডুলকরের বিধ্বংসী মেজাজ
ম্যাচে আয়োজক রকেটসের হয়ে দুরন্ত ব্যাট করেন ডেভিড মালান। ৩৭ বলে ৫৮ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন তিনি। রান তাড়া করতে নেমে ক্রিচলির ৩৫ বলে অপরাজিত ৫৫ রানের দুরন্ত ইনিংস ও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেনি ওয়েলস ফায়ার দলকে। মঙ্গলবার ফিনিক্স বনাম স্পিরিটের ম্যাচ ঠিক করে দেবে শীর্ষে কোনও দল শেষ করবে। ফায়ারকে হারানোর পরে এই মুহূর্তে রকেটসের সংগ্রহ ১২ পয়েন্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।