বাংলা নিউজ > ময়দান > দীনেশ কার্তিককে নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত রোহিত শর্মার, তবে কি T20 বিশ্বকাপে পন্তের কপাল পুড়ল?

দীনেশ কার্তিককে নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত রোহিত শর্মার, তবে কি T20 বিশ্বকাপে পন্তের কপাল পুড়ল?

কার্তিক ও রোহিতের উচ্ছ্বাস। ছবি- এপি (AP)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে উঠে দলের দুই উইকেটকিপারকে নিয়ে নিজের ভাবনার কথা জানালেন ক্যাপ্টেন রোহিত শর্মা।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ জয়ে ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়বে সন্দেহ নেই। ডেথ বোলিং টিম ইন্ডিয়াকে দুশ্চিন্তায় রাখবে বটে, তবে অজিদের বিরুদ্ধে এই সিরিজে বেশ কিছু ইতিবাচক দিকেরও সন্ধান পেয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

রবীন্দ্র জাদেজার জায়গায় প্রথম একাদশে অক্ষর প্যাটেলকে যথাযথ বিকল্প হিসেবে চিহ্নিত করা ভারতের সব থেকে বড় পাওনা। সেই সঙ্গে ফিনিশারের ভূমিকায় দীনেশ কার্তিকের উপর আস্থাও বাড়ে রোহিত শর্মাদের। সেক্ষেত্রে বিশ্বকাপে প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে পন্তকে টপকে কার্তিকের মাঠে নামার সম্ভাবনা উজ্জ্বল দেখাচ্ছে এই মুহূর্তে।

ভারতের ব্যাটিং লাইনআপকে অত্যন্ত শক্তিশালী দেখাচ্ছে। রোহিত, রাহুল, কোহলি, সূর্যকুমার, হার্দিককে টপকে ২০ ওভারের খেলায় পন্তকে কতটা দরকার পড়বে টিম ইন্ডিয়ার, তা নিয়ে সংশয় থাকতে পারে। কেননা লোয়ার অর্ডারে অক্ষর প্য়াটেলের ব্যাটের হাতও মন্দ নয়। এই অবস্থায় ফিনিশার হিসেবে কার্তিক আস্থাভাজন হওয়ায় তিনি অগ্রাধিকার পেতে পারেন বিশ্বকাপে।

ক্যাপ্টেন রোহিতের কথাতেও বোঝা যায় সেটা। নাগপুরে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্য়াচে কার্তিক ক্রিজে এসেই চার-ছক্কায় ম্য়াচ জেতান দলকে। অথচ সেই মুহূর্তে পন্তের কথাও মাথায় ছিল রোহিতের। নাগপুরে ৮ ওভারের ম্যাচে উত্তেজক জয় তুলে নেওয়ার পরে হিটম্য়ান নিজেই সেটা জানান। তিনি স্পষ্ট বলেন যে, ড্যানিয়েল স্যামস অফ-কাটার করতে পারে বলেই পন্তের কথা মনে হয়েছিল তাঁর। তবে কার্তিককে যেহেতু ফিনিশারের ভূমিকায় দেখতে চাইছেন তাঁরা, তাই শেষমেশ দীনেশকেই ব্যাট করতে পাঠানো হয়।

আরও পড়ুন:- দু-একবার নয়, লর্ডসে মানকাডিংয়ের আগে ৭২ বার ক্রিজ ছেড়ে বেরিয়েছিলেন চার্লি ডিন, নজর ছিল দীপ্তির, রইল প্রমাণ

পরে হায়দরাবাদে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ জিতে উঠে রোহিত বিশ্বকাপের আগে দুই কিপারকে পর্যাপ্ত ম্যাচ প্র্যাক্টিস করিয়ে রাখার কথা উল্লেখ করেন। আসলে এশিয়া কাপে ভারতীয় দল কার্তিককে মাঠে নামালেও পন্তকে আগ্রাধিকার দেন। পরে অস্ট্রেলিয়া সিরিজে কার্তিক ৩টি ম্যাচেই মাঠে নামেন।

এপ্রসঙ্গে রোহিত বলেন, ‘আমি চাই দুই কিপারই বিশ্বকাপের আগে বেশ কিছু ম্যাচ খেলুক। এশিয়া কাপে দুই কিপারকেই সব ম্যাচ খেলানোর পরিকল্পনা ছিল। তবে আমার মনে হয় দীনেশের মাঠে আরও কিছু সময় কাটানো দরকার। ও সেই অর্থে ব্যাট করার সুযোগ পায়নি। মাত্র ৩টে বল মনে হয় খেলেছে। সেটা কোনওভাবেই যথেষ্ট নয়।’

কার্তিক সিরিজের তিন ম্যাচে মাঠে নেমে মোটে ৭টি বল খেলার সুযোগ পান। অন্যদিকে পন্ত একটি ম্যাচে মাঠে নামেন বটে, তবে ব্যাট করার সুযোগ পাননি।

আরও পড়ুন:- অত্যন্ত দুশ্চিন্তাজনক ঘটনা, টিম হোটেলের রুম থেকেই চুরি গেল ভারতীয় ক্রিকেটারের ব্যাগ-টাকা-ঘড়ি, খোয়া গেল গয়নাও

পন্তকে নিয়ে রোহিত বলেন, ‘অবশ্যই পন্তেরও মাঠে সময় কাটানো দরকার। তবে এটা যেরকম সিরিজ ছিল, তাতে নির্দিষ্ট একটা ব্যাটিং লাইনআপ ধরে রাখা দরকার ছিল।’

শেষে দক্ষিণ আফ্রিকা সিরিজে পন্ত নাকি কার্তিক, কাকে খেলানো হবে এমন প্রসঙ্গে রোহিত বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কী করব জানি না। ওদের বোলিং লাইনআপ কেমন হয় দেখতে হবে। সেই বোলিং লাইনআপ সামলানোর জন্য যাকে ঠিক মনে হবে, খেলানো হবে। তবে দু’জনকেই যথাযথ ব্যবহার করা হবে। আমি জানি দু'জনেরই বিশ্বকাপের আগে ম্যাচ খেলা দরকার। তবে দুর্ভাগ্যের বিষয় হল, আপনি এগারো জনকেই শুধু মাঠে নামাতে পারবেন।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ফল ঘোষণার আগেই ভোটের রাতে তৃণমূলের বিজয় মিছিল! উত্তরের ৩ কেন্দ্রে উচ্ছ্বাস নির্বাচনী বন্ড ফেরানো হবে, HT-কে বললেন নির্মলা, স্বীকার করলেন যে আগেরটায় গলদ ছিল রজনীকান্ত থেকে কমল হাসান, প্রথম দফার নির্বাচনে ভোট দিলেন আর কোন সেলেব দীপিকার প্রেন্যান্সির সত্যতা নিয়ে প্রশ্ন! ‘লেডি সিংঘম’কে নিয়ে কী ঘোষণা রোহিতের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বড় ঘোষণা, এবার রায় দেবে কলকাতা হাইকোর্ট দ্বিতীয় দফার ভোটের আগেই শৈলশহরে অমিত শাহ, নবাবের জেলায় সভা রাজনাথের নিজের ভোটটা ঘাসফুলে কেমন করে দেবেন?‌ জনগণকে টিপস দিলেন মুখ্যমন্ত্রী জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI মঙ্গলের মীনে গমন, ৫ রাশির শুভ সময় হবে শুরু, কর্মক্ষেত্রে হবে দুর্দান্ত অগ্রগতি পাককে মিসাইল-উপাদান সরবরাহকারী চিনা সংস্থা সহ ৪ ফার্মের ওপর মার্কিনি নিষেধাজ্ঞা

Latest IPL News

জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.