বাংলা নিউজ > ময়দান > রিভার্স সুইংয়ের জন্য বল বিকৃত করতেন ওয়াকার ইউনিস, বিস্ফোরক অভিযোগ পাক পেসারের

রিভার্স সুইংয়ের জন্য বল বিকৃত করতেন ওয়াকার ইউনিস, বিস্ফোরক অভিযোগ পাক পেসারের

ওয়াকার ইউনিস। ছবি- গেটি।

পাকিস্তানে বোলারের সংখ্যা কম নেই, তবে ভালো মানের বোলার নেই বলে দাবি প্রাক্তন তারকার।

পাক কিংবদন্তি ওয়াকার ইউনিসের বিরুদ্ধে বল বিকৃতির বিস্ফোরক অভিযোগ আনলেন পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আসিফ। একারণেই নাকি কোচ হিসেবে একজন বোলারকেও কীভাবে যথাযথ রিভার্স সুইং করতে হয়, তা শেখাতে পারেননি ইউনিস। আসিফ এও দাবি করেন যে, নতুন বলে কীভাবে বল করতে হয়, কেরিয়ারের বেশিরভাগ সময়ে সেটাই নাকি জানতেন না ইউনিস।

৮৭টি টেস্টে ৩৭৩টি উইকেট নেওয়া ওয়াকার ইউনিস নিজের সময়ে ব্যাটসম্যানদের ত্রাস হিসেবে পরিচিত ছিলেন। বিষাক্ত রিভার্স সুইংয়ে তারকা ব্যাটসম্যানদের নাজেহাল করেছেন তিনি।

এহেন ইউনিসকে নিয়ে Ary News-এ কথা বলার সময় আসিফ বলেন, ‘রিভার্স সুইং করার জন্য ও (ইউনিস) বল নিয়ে প্রতারণা করত। কেরিয়ারের বেশিরভাগ সময়ে ও জানতই না কীভাবে নতুন বলে বল করতে হয়। কেরিয়ারের সায়াহ্নে ও শিখেছিল কীভাবে নতুন বল ব্যবহার করতে হয়।’

আসিফ আরও বলেন, ‘আপনারা ওকে রিভার্স সুইংয়ের মাস্টার হিসেবে চেনেন। ও যদি মাস্টার হয়, তবে একজন বোলারকেও কেন শেখাতে পারেনি কীভাবে যথাযথ রিভার্স সুইং করতে হয়? এই ধরণের ক্রিকেটাররা গত ২০ বছর ধরে কোচিং করাচ্ছে। তবে একজনও সেরা মানের বোলার তুলে আনতে পারেনি। ৮-১০ জন বোলারকে একজোট করে। যাকে খুশি খেলায়। ২-৩ ম্যাচ পরে বাদ দিয়ে দেয়। আমাদের হাতে বোলারের সংখ্যা কম নেই। তবে ভালো মানের বোলার নেই।’

বন্ধ করুন
Live Score