শুভব্রত মুখার্জি: আর কয়েকদিন পর থেকেই শুরু হতে চলেছে লঙ্কান প্রিমিয়র লিগ। লঙ্কা প্রিমিয়র লিগের তৃতীয় বর্ষের খেলা শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। আর তার আগেই লঙ্কা প্রিমিয়র লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হল প্রাক্তন শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার সনথ জয়সূর্য এবং পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আক্রমকে। লঙ্কা প্রিমিয়র লিগের (এলপিএল) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত জয়সূর্য। উল্লেখ্য গত বছর দেশের আর্থিক পরিস্থিতির নিয়ে তৈরি হওয়া ডামাডোলের কারণে প্রভাবিত হয়েছিল এলপিএল। সেই কারণে এই বছর আয়োজনে কোনও ত্রুটি রাখতে চাইছে না আয়োজকরা।
লঙ্কান প্রিমিয়র লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে সনথ জয়সূর্য জানিয়েছেন 'লঙ্কা প্রিমিয়র লিগের তৃতীয় সংস্করণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে আমি অত্যন্ত আনন্দিত। ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডারে এই টুর্নামেন্টটি একটি দুর্দান্ত সংযুক্তি। এই টুর্নামেন্টের মধ্যে দিয়েই শ্রীলঙ্কার একাধিক দুরন্ত প্রতিভাবান ক্রিকেটারদের আমরা খুঁজে পেয়েছি। দেশের প্রতিভাবান তারকাদের খুঁজে বের করার পাশাপাশি, তাঁদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করার এক অসাধারণ মঞ্চ এই এলপিএল। এশিয়া কাপে আমাদের জাতীয় দল এইভাবে কতটা উপকৃত হয়েছে তা আমরা দেখেছি। এলপিএল শ্রীলঙ্কার জাতীয় দলকে তাঁদের টি-২০ ক্রিকেটের রসদ খুঁজে নিতে সহায়তা করছে।'
অন্যদিকে ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী ওয়াসিম আক্রম জানিয়েছেন 'অত্যন্ত খুশি (এলপিএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে)। এই টুর্নামেন্ট শ্রীলঙ্কার বেশ কিছু গুরুত্বপূর্ণ, প্রতিভাবান ক্রিকেটারকে খুঁজে বের করছে। এর প্রমাণও আমরা পেয়েছি। এই বছর যখন শ্রীলঙ্কা এশিয়া কাপ জিতল তখন আমরা এর প্রমাণটা পেয়েছি। আমি এই টুর্নামেন্টের শেষ দুটি সংস্করণ দেখেছি। এখানে যে মানের ক্রিকেট খেলাটা আমরা দেখেছি তা এককথায় অনবদ্য। আমি নিশ্চিত যে আসন্ন এলপিএলের সংস্করণেও এই দুরন্ত খেলার মানটা বজায় থাকবে।' আসন্ন মরশুমে এলপিএলের হয়ে খেলবেন বেশ কিছু তারকা ক্রিকেটার। রয়েছেন এভিন লুইস, কার্লোস ব্রাথওয়েট, জানেমান মালান, ডোয়েইন প্রিটোরিয়াস, ডার্সি শর্ট এবং শোয়েব মালিক।