বাংলা নিউজ > ময়দান > T20-তে ব্যাটিং কোচ ওয়াসিম জাফর! ফের একই পথে PBKS, সহকারী কোচ হ্যাডিন

T20-তে ব্যাটিং কোচ ওয়াসিম জাফর! ফের একই পথে PBKS, সহকারী কোচ হ্যাডিন

ওয়াসিম জাফর। ছবি- টুইটার।

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত পঞ্জাব দলের ব্যাটিং কোচ ছিলেন তিনি। এরপর ২০২২ সালের নিলামের আগেই এই দায়িত্ব ছেড়েছিলেন তিনি। এবার ফের একবার তাঁকে ব্যাটিং কোচের দায়িত্ব দিল পঞ্জাব কিংস দল।

শুভব্রত মুখার্জি: ২০২৩ আইপিএল নিলামের আগেই কোচিং স্টাফদের ঢেলে সাজাচ্ছে পঞ্জাব কিংস ফ্রাঞ্চাইজি। দীর্ঘ ১৫ বছর আইপিএলের ট্রফি না পাওয়ার পরে এবারে ট্রফি জয় তাঁদের লক্ষ্য। আর সেই লক্ষ্যেই ফের একবার দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করা হল ওয়াসিম জাফরকে। উল্লেখ্য এটাই প্রথম নয়। এর আগেও পঞ্জাব কিংস ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন ওয়াসিম জাফর। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত পঞ্জাব দলের ব্যাটিং কোচ ছিলেন তিনি। এরপর ২০২২ সালের নিলামের আগেই এই দায়িত্ব ছেড়েছিলেন তিনি। এবার ফের একবার তাঁকে ব্যাটিং কোচের দায়িত্ব দিল পঞ্জাব কিংস দল।

তবে ওয়াসিম জাফর একা নন, পঞ্জাব কিংসের তরফে তাঁদের নয়া বোলিং কোচ এবং নয়া সহকারী কোচ নিয়োগের কথা ও ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান উইকেট রক্ষক ব্যাটার ব্র্যাড হ্যাডিন। পাশাপাশি দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে প্রাক্তন দক্ষিণ আফ্রিকার পেসার চার্ল ল্যাঙ্গাভেল্টকে। উল্লেখ্য মরশুম শুরুর আগেই দলের অধিনায়কের পরিবর্তন করেছে পঞ্জাব। গত মরশুমের অধিনায়ক ময়াঙ্ক আগরওয়ালের বদলে এবার দলের অধিনায়কত্ব করবেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার শিখর ধাওয়ান। এখানেই শেষ নয় গতবারের হেড কোচ অনিল কুম্বলের পরিবর্তে হেড কোচ করা হয়েছে ট্রেভর বেইলিসকেও। উল্লেখ্য কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে দুবারের আইপিএল জয়ী কোচ ট্রেভর।

প্রসঙ্গত ৪৪ বছর বয়সি ওয়াসিম জাফর ২০১৯ সালে পঞ্জাব দলের দায়িত্ব নিয়েছিলেন। ২০২১ পর্যন্ত ব্যাটিং কোচের দায়িত্বও সামলান। তবে আশা জাগিয়ে এই তিন মরশুমে নক আউট পর্বে যেতে পারেনি পঞ্জাব। এই তিন মরশুমেই ষষ্ঠ স্থানে শেষ করে পঞ্জাব। তাই এবার সবকিছু ঢেলে সাজাতেই টিম ম্যানেজমেন্টের এই উদ্যোগ। এবারের নিলামের আগে তাঁরা ১৬ জন ক্রিকেটারকে রিটেন করেছে। ডিসেম্বরের ২৩ তারিখ কোচিতে বসবে নিলামের আসর। সেখানে পঞ্জাবের ঝুলিতে রয়েছে ৩২.২ কোটা টাকা। যা খরচ করে তাঁরা নয়া ক্রিকেটারের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদী।

বন্ধ করুন