বাংলা নিউজ > ময়দান > IND vs BAN: শয়ে একটা চোখে পড়ে এমন অতিমানবিক ইনিংস, মিস করলে দেখে নিন চোট নিয়ে রোহিতের ঝোড়ো হাফ-সেঞ্চুরির ভিডিয়ো

IND vs BAN: শয়ে একটা চোখে পড়ে এমন অতিমানবিক ইনিংস, মিস করলে দেখে নিন চোট নিয়ে রোহিতের ঝোড়ো হাফ-সেঞ্চুরির ভিডিয়ো

ছক্কা হাঁকাচ্ছেন রোহিত। ছবি- এএফপি (AFP)

India vs Bangladesh 2nd ODI: আঙুলে চোট সত্ত্বেও দলের স্বার্থে ৯ নম্বরে ব্যাট করতে নেমে ২৮ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রোহিত শর্মা।

সবাই যখন ধরেই নিয়েছিলেন যে, চোটের জন্য আর মাঠে নামবেন না রোহিত শর্মা, ঠিক তখনই সকলকে ভুল প্রমাণিত করেন হিটম্যান। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যা চে রোহিত ৯ নম্বরে ব্যাট করতে নামেন যন্ত্রণাকে সঙ্গী করেই।

আঙুলে মোটা ব্যান্ডেজ ছিল। বাড়তি সতর্কতার জন্য গ্লাভসের উপরেও টেপ লাগাতে হয়েছিল রোহিতকে। সাবলীলভাবে ব্যাট চালানোই ছিল দুষ্কর। তা সত্ত্বেও সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে রোহিত শেষ বল পর্যন্ত লড়াই চালান। যদিও জয়ের দোরগোড়ায় গিয়ে থেমে যেতে হয় ভারতকে।

অপর প্রান্ত দিয়ে মহম্মদ সিরাজ যদি অল্প সাহায্য করতে পারতেন ক্যাপ্টেনকে, তবে ম্যাচ ফল অন্যরকম হতেও পারত। তা না হওয়ায় শেষ পর্যন্ত ট্র্যাজিক হিরো হয়ে থেকে যেতে হয় রোহিতকে। বাংলাদেশের ৭ উইকেটে ২৭১ রানের জবাবে ভারতকে থামতে হয় ৯ উইকেটে ২৬৫ রানে। ৫ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ হেরে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া। ব্যর্থ হয় রোহিতের ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৮ বলে অপরাজিত ৫১ রানের দুর্দান্ত ইনিংস।

আরও পড়ুন:- LPL 2022: ৪ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ইডেনে, ব্রাথওয়েট ক্যান্ডিকে জেতালেন ৪ উইকেট নিয়ে

আরও পড়ুন:- IND vs BAN: ডুবন্ত জাহাজ ছেড়ে পালাননি ক্যাপ্টেন, চোট নিয়েও শেষ বল পর্যন্ত লড়লেন রোহিত

উল্লেখ্য, বুধবার মীরপুরে ভারতীয় ইনিংসের ৪২.৪ ওভারে শাকিবের বলে শার্দুল ঠাকুর আউট হওয়ার পরে ব্যাট হাতে মাঠে নামেন রোহিত। টিম ইন্ডিয়ার স্কোর ছিল তখন ৭ উইকেটে ২০৭ রান। অর্থাৎ বাংলাদেশের ২৭১ রান টপকে ম্যাচ জিততে হলে ভারতের তখনও দরকার ছিল ৪৪ বলে ৬৫ রান। হাতে ছিল মাত্র ৩টি উইকেট। ৯ নম্বরে ব্যাট করতে নেমে রোহিত আপ্রাণ চেষ্টা করেন দলকে জয় এনে দেওয়ার। যদিও সফল হননি শেষমেশ।

বন্ধ করুন