বাংলা নিউজ > ময়দান > WBBL 2022: ২ বলে দরকার ছিল ৫ রান, ৮ নম্বর ব্যাটার মাঠে নেমেই ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন, ভিডিয়ো

WBBL 2022: ২ বলে দরকার ছিল ৫ রান, ৮ নম্বর ব্যাটার মাঠে নেমেই ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন, ভিডিয়ো

মেয়েদের বিগ ব্যাশের শুরুতেই ব্যাট-বলের উত্তেজক লড়াই। ছবি- টুইটার (@cricketcomau)।

Brisbane Heat vs Sydney Sixers Women's Big Bash League: ব্যাট হাতে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করার পাশাপাশি বল হাতে একজোড়া উইকেট তুলে নেন এলিস পেরি।

টি-২০ বিশ্বকাপের আবহে ব্যাট-বলের উত্তেজক লড়াই দিয়ে শুরু হল মেয়েদের বিগ ব্যাশ লিগের নতুন মরশুম। উদ্বোধনী ম্যাচে শেষ ওভারের থ্রিলারে ব্রিসবেন হিটকে পরাজিত করে সিডনি সিক্সার্স।

রে মিচেল ওভালে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ব্রিসবেন হিট। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪১ রান তোলে। জর্জিয়া রেডমাইন ৪৯, জর্জিয়া ভল ৩২, অ্যামেলিয়া কের ১৯ ও চার্লি নট ২১ রান করেন।

মেটলান ব্রাউন ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। ২৭ রানে ২টি উইকেট নেন এলিস পেরি। ১টি উইকেট নেন সোফি একলেস্টোন। উইকেট পাননি অ্যাশলেই গার্ডনার।

আরও পড়ুন:- IND vs WA: একজোড়া অনুশীলন ম্যাচে ভারতকে আহ্লাদে আটখানা করবে এই ৮টি ব্যক্তিগত পারফর্ম্যান্স

পালটা ব্যাট করতে নেমে সিডনি সিক্সার্স ১৩৭ রানে ৬ উইকেট হারিয়ে বসে। জয়ের জন্য ম্যাচের শেষ ২ বলে ৫ রান দরকার ছিল তাদের। আট নম্বরে ব্যাট করতে নেমে ব্রাউন প্রথম বলেই ছক্কা মেরে দলকে জয় এনে দেন। ১৯.৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৩ রান তুলে ম্যাচ জেতে সিক্সার্স। ১ বল বাকি থাকতে ৪ উইকেটের উত্তেজক জয় ছিনিয়ে নেয় তারা।

এলিস পেরি ও এরিন বার্নস হাফ-সেঞ্চুরি করেন। পেরি ৫৫ ও বার্নস ৫০ রান করে মাঠ ছাড়েন। ১০ রান করেন একলেস্টোন। ব্যাট হাতে নজর কাড়তে পারেননি অ্যালিসা হিলি (০), সুজি বেটস (৪) ও গার্ডনার (২)।

আরও পড়ুন:- Video: চওড়া কপাল ব্যাটারের, দাঁড়িয়ে রইলেন চারজন ফিল্ডার, ক্যাচ ধরলেন না কেউই, অদ্ভুত ঘটনা বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে

ব্রিসবেনের হয়ে ২টি করে উইকেট নেন জেস কের ও জেস জোনাসেন। উইকেট পাননি অ্যামেলিয়া কের। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন পেরি।

বন্ধ করুন