বাংলা নিউজ > ময়দান > WBBL: হরমনপ্রীতের মুকুটে রঙিন পালক, বিগ ব্যাশ লিগের সেরা দলে ভারতের T20 ক্যাপ্টেন

WBBL: হরমনপ্রীতের মুকুটে রঙিন পালক, বিগ ব্যাশ লিগের সেরা দলে ভারতের T20 ক্যাপ্টেন

হরমনপ্রীত কউর। ছবি- টুইটার (@WBBL)।

মরশুমের সেরা দলে নাম নেই মন্ধনা, জেমিরা, দীপ্তিদের। 

মহিলা বিগ ব্যাশ লিগের মরশুমের সেরা দলে জায়গা পেলেন হরমনপ্রীত কউর। চলতি মরশুমে বিগ ব্যাশে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম্যান্স মেলে ধরেন ভারতের টি-২০ ক্যাপ্টেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টুর্নামেন্টে সবথেকে বেশি ৩৯৯ রান করেছেন হরমনপ্রীত। ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি ১৫টি উইকেটও নিয়েছেন তিনি।

স্মৃতি মন্ধনা ও জেমিমা রডরিগেজ গ্রুপ লিগের শেষে যথাক্রমে ৩৭৭ ও ৩১৭ রান সংগ্রহ করেছেন। তবে তাঁরা কেউই মরশুমের সেরা দলে জায়গা করে নিতে পারেননি। অন্যদিকে বল হাতে ১৩টি উইকেট নিয়েছেন ভারতের দীপ্তি শর্মা। যদিও তিনিও জায়গা পাননি সেরা একাদশে।

মরশুমের সেরা দলের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন সোফি ডিভাইন। ১৩ ম্যাচে তিনি ৪০৭ রান সংগ্রহ করেছেন এবং ৯টি উইকেট নিয়েছেন। জর্জিয়া জায়গা পেয়েছেন উইকেটকিপার হিসেবে। তিনি ১৩ ম্যাচে ৪৩৬ রান করেছেন। ক্যাচ ধরেছেন ১৩টি। স্টাম্প আউট করেছেন ৪টি। ১৩ ম্যাচে ৫২৮ রান করা বেথ মুনি ছিলেন টপ অর্ডারের অটোমেটিক চয়েজ।

মরশুমের সেরা দল: সোফি ডিভাইন (ক্যাপ্টেন), বেথ মুনি, জর্জিয়া রেডমাইন (উইকেটকিপার), হরমনপ্রীত কউর, গ্রেস হ্যারিস, তালিয়া ম্যাকগ্রা, জেস জোনাসেন, আমান্দা-জেড ওয়েলিংটন, হ্যানা ডার্লিংটন, টাইলা ভ্লায়মিঙ্ক, ড্রেসি ব্রাউন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.